Home » সুপার কাপের মধ্যেই গোলাপি সাজে মোহনবাগান ক্লাব! নেপথ্যে কোন কারণ?

সুপার কাপের মধ্যেই গোলাপি সাজে মোহনবাগান ক্লাব! নেপথ্যে কোন কারণ?

মাঝেও মানবিকতার উদাহরণ তৈরি করতে এতটুকু ভুল হল না শতাব্দি প্রাচীন ভারতীয় ফুটবল ক্লাবের। ব্রেস্ট ক্যান্সার যে নিরাময়যোগ্য সেই বার্তা দেওয়া এবং ক্যান্সারকে হারিয়ে জনরা সুস্থ হয়েছেন, তাঁদের লড়াইকে কুর্নিশ জানাতে এই  ‘পিংকি অক্টোবর’ পালন করা হয়। বিশিষ্ট চিকিৎসক ডা. দীপ্তেন্দ্রকুমার সরকার মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকে এই কর্মসূচি পালন করার জন্য অনুরোধ করেছিলেন বলে জানা গেছে। সেইমতো মোহনবাগান ক্লাব, তাঁবু ,লন সেজে উঠেছে গোলাপি আলোর সাজে।

শুক্রবার ইস্টবেঙ্গেলের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। এই ম্যাচে জয় ছাড়া অন্য কোন বিকল্প নেই মোহনবাগানের কাছে। বুধবার থেকেই ডার্বি প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। দলের তারকা ডিফেন্ডার টম অলড্রেড জানিয়েছেন, ইস্টবেঙ্গলোর বিরুদ্ধে সামনের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা বড় ম্যাচ কিন্তু আমরা ভারতসেরা, আমাদের এই পরিস্থিতির মধ্যেও জয় পেতে হবে।

দু’ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ডেম্পো। শেষ স্থানে চেন্নাইয়িন। ডেম্পোর বিরুদ্ধে বাগান ড্র করায় বেড়ে গেল ডার্বির গুরুত্ব। নক আউটে যাওয়ার সুযোগ রয়েছে ডেম্পোরও। তারা চেন্নাইয়িনকে হারিয়ে দিলে, ৫ পয়েন্টে পৌঁছে যাবে। ডার্বি ড্র হলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পয়েন্টও হবে ৫। তখন গোল পার্থক্য বড় ফ্যাক্টর হবে।

About Post Author