SIR আতঙ্কে রাজ্যে আরও একজনের আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল। এবার কোচবিহারের দিনহাটায়। বৃদ্ধের নাম খায়রুল শেখ। বয়স ৬৫ বছর। কোচবিহার দিনহাটার বুড়িহাট ২ পঞ্চায়েতের জিতপুরের বাসিন্দা। জানা গিয়েছে, বুধবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ। অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতালে রেফার করা হয়। কিন্তু কেন আত্মহত্যার চেষ্টা করলেন তিনি, তসেই কারণ খুঁজতে গিয়েই জানা যায়, বৃদ্ধের নাম খায়রুল শেখ হলেও, ২০০২ সালের ভোটার তালিকায় খয়রু শেখ বানানে তাঁর নাম উঠেছিল। এই ভুল থাকায় তিনি আতঙ্কিত ছিলেন। এসআইআর ঘোষণা হতেই সেই আতঙ্ক আরও বাড়ে। আশেপাশের লোকজনের থেকে বিভ্রান্তিমূলক কিছু তথ্য পেয়ে ভাবেন, তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। সেই ভয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা জানান, খায়রুল শেখ একটু সুস্থ হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে আসল কারণ জানা সম্ভব হবে। পুরো বিষয়টা এখন তদন্তসাপেক্ষ। রাজ্যে SIR এর কাজ শুরুর পরেই আত্মহত্যা করেন উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। উদ্ধার হওয়া সুইসাইড নোটে সে কথাই বলা ছিল বলে পুলিশের দাবি। এ বার কোচবিহারেও এক জন আত্মহত্যার চেষ্টা করলেন এসআইআর আতঙ্কে! বুধবার প্রদীপের বাড়ি গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে দিনহাটার ঘটনার কথা উল্লেখ করেন অভিষেক। সঙ্গে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত হতে বারণ করেন।
,এই রাজনৈতিক তর্জার মাঝেই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত বাস্তব চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরুক, যাতে আর কেউ SIR আতঙ্কে এই পথে না এগোয়।


More Stories
কথায় আছে, নাম দিয়ে যায় চেনা ! দিদি ‘মমতা’ ভাই ‘নরেন্দ্র মোদি’
পানিহাটি থেকে স্লোগান তুললেন অভিষেক, ‘জাস্টিস ফর প্রদীপ কর’
SIR ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধনা অভিষেকের