Home » গুলি এবার ফস্কাবে না : ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

গুলি এবার ফস্কাবে না : ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৫ জানুয়ারি : গুলি এবার ফস্কাবে না। ট্রাম্পকে উদ্দেশ্য করে মৃত্যু-পরোয়ানা যেন জারি করল ইরান। ইরান বুধবার রাষ্ট্রপতি ট্রাম্পের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর হুমকি জারি করেছে।  ২০২৪ সালে বাটলারের সমাবেশে ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চলাকালীন কমান্ডার ইন চিফের একটি ছবি সম্প্রচার করেছে —সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মৃত্যু বার্তা।এজেন্স ফ্রান্স প্রেস (এএফপি) জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টিভিতে অশুভ সতর্কবার্তাটি সম্প্রচার করা হয়েছে।এই হুমকি ট্রাম্পের বিরুদ্ধে এখনও পর্যন্ত তেহরানের সবচেয়ে প্রত্যক্ষ হুমকি বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের সঙ্গে ইরানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। তারই ফলশ্রুতি  সরাসরি হুমকি। দুই দেশের রনংদেহি মনোভাবের ছাপ এতটাই প্রকট যে,  ২০২৬ সালের ১৪ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একটি সরাসরি হুমকির বার্তা প্রচার করা হয়। সেখানে ২০২৪ সালে ট্রাম্পের ওপর হওয়া পেনসিলভেনিয়া হামলার ছবি ব্যবহার করে ক্যাপশনে লেখা হয়েছে, “এবার লক্ষ্যভ্রষ্ট হবে না।” (This time it will not miss the target) উল্লেখ্য, ২০২৪ সালেই ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা হয়। একবার অল্পের জন্য প্রাণে বেঁচে যান ট্রাম্প।
ইরানের সর্বোচ্চ নেতা অবস্থান তাঁর অবস্থান সুস্পষ্ট করেছেন।   ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এবং তাঁর ঘনিষ্ঠ কর্মকর্তারা ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানি জনগণের “মূল হত্যাকারী” হিসেবে অভিহিত করেছেন।  খামেনেই-র পক্ষ থেকে অতীতেও ট্রাম্পের ওপর হামলার ইঙ্গিতপূর্ণ ছবি বা ভিডিও প্রকাশ করা হয়েছিল, যা মূলত জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে দেখা হয়।

এখনও ইরানে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন চলছে, যেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।  ট্রাম্প এই বিক্ষোভকারীদের প্রকাশ্য সমর্থন জানিয়েছেন এবং আন্দোলনকারীদের হত্যা করা হলে ইরানের ওপর সামরিক হামলার হুমকি দিয়েছেন।
ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে, ট্রাম্প যদি ইরানে কোনো হামলা চালান তবে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে। উত্তেজনার মুখে কাতারসহ বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়েছে। সবমিলিয়ে, ট্রাম্পের ইরানের প্রতি কঠোর অবস্থান এবং ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা রয়েছে এবং ইরান এবার ট্রাম্পকে সরাসরি হুমকি দিচ্ছে ।

About Post Author