Home » বিএসএফের ব্য়র্থতা মেনেও অনুপ্রবেশ নিয়ে মমতার সরকারকে দুষলেন শাহ

বিএসএফের ব্য়র্থতা মেনেও অনুপ্রবেশ নিয়ে মমতার সরকারকে দুষলেন শাহ

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি। এই নিয়ে বিজেপির দিল্লির ও রাজ্যের নেতারা বার বার সমালোচনা করেন রাজ্য সরকার এবং তৃণমূলের। এবার সীমান্ত রক্ষায় ব্যর্থতার কথা মেনে নিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অমিত শাহ মেনে নিয়েছেন ভারতের মতো দেশে সীমান্তে সর্বত্র নজরদারি চালানো সম্ভব নয়।  কিন্তু সীমান্তে ব্যর্থতার কথা স্বীকার করলেও পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মতো অবিজেপি রাজ্যগুলোকে তোপ দাগতে ছাড়লেন না শাহ।

 

অমিত শাহ স্বীকার করে নিয়েছেন,  “সীমান্ত এলাকা জুড়ে প্রচুর নদীনালা থাকে, বনজঙ্গল থাকে, পাহাড় থাকে। ফলে ২৪ ঘণ্টা নজরদারিও সম্ভব নয়।  সেখানে সবসময় ফেন্সিং লাগানোও সম্ভব হয় না। অনেক সময় চেক পোস্ট তৈরি করলেও সেটা ভেসে যায়। যারা বাংলাদেশ বা পাকিস্তান সীমান্তে গিয়েছেন, তাঁরা জানেন পরিস্থিতি কতটা কঠিন। দিল্লিতে বসে প্রশ্ন তোলা অনেক সহজ।”

 

তবে বিএসএফের ব্যর্থতা ঢাকতে অমিত শাহ ঢাল করেছেন রাজ্য সরকারগুলিকেই। বিশেষ করে বাংলা ও ঝাড়খণ্ডকে। তাঁর কথায়, গুজরাট, রাজস্থান, অসমে আমাদের সরকার,  সেখানে তো অনুপ্রবেশ হয় না। বাংলা, ঝাড়খণ্ডে অন্য দলের সরকার সেখানেই কেন অনুপ্রবেশ?  কারণ সেখানকার সরকার ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয়। কেন স্থানীয় স্তরে নজরদারি থাকবে না। কেউ বাইরে থেকে এলে স্থানীয় প্রশাসন কেন জানতে পারে না! লাল কার্পেট বিছিয়ে তাদের স্বাগত জানানো হয়।

About Post Author