প্রতিবছরই মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো হয়। স্বাভাবিকভাবেই এই দিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কার্যত চাঁদের হাট বসে। এবারও তাঁর অন্যথা হল না। সকাল থেকেই জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। ফুল-আলোয় সেজে উঠেছে মুখ্যমন্ত্রীর বাড়ি। ঠিক আর পাঁচটা ঘরের মেয়ের মতোই আটপৌড়ে শাড়িতে পুজোর সবদিকে নজরদারি চালাচ্ছেন মমতা। নিজের হাতে এদিনও খিচুড়ি রান্না করেন তিনি।
প্রতি বছরই কালীপুজোর সন্ধেয় বাড়ির সর্বত্র প্রদীপ জ্বালান মুখ্যমন্ত্রী। এবারও থালায় প্রদীপ সাজিয়ে বিভিন্ন কোণায় সেই দীপ প্রজ্জ্বলন করেন। রাঁধেন ঠাকুরের ভোগ। বড় কড়াইয়ে অনায়াস ভঙ্গীতে চালান খুন্তি।
তার আগেই লেক কালীবাড়িতে পুজো দিয়ে কালীঘাটের বাড়িতে পৌঁছে যান অভিষেক । প্রতিমা নমস্কার করে, কথা বলেন উপস্থিত সকলের সঙ্গে। রয়েছে অভিষেক-কন্যা আজিনিয়াও। প্রতিবছরই বাড়ির পুজোতে পরিবার নিয়ে উপস্থিত থাকেন অভিষেক। বসেন যজ্ঞে।
শিল্পপতিদের মধ্যে হর্ষ নেওটিয়া, প্রসূন মুখোপাধ্যায়েরা গিয়েছিলেন মমতার বাড়ির পুজোয়। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। অভিষেক পৌঁছোনোর পর তাঁর সঙ্গে বেশ খানিক ক্ষণ কথা বলতে দেখা গিয়েছে রাজ্যের অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে। ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সীও। অভিষেকের কন্যা এবং পুত্রও রয়েছেন পুজোয়।
More Stories
গাড়়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ, প্রাণঘাতী হামলার দাবি শুভেন্দুর
কালীপুজো থেকে ভাইফোঁটায় থাকবে স্বস্তি! জানুন আবহাওয়ার আপডেট
বিএসএফের ব্য়র্থতা মেনেও অনুপ্রবেশ নিয়ে মমতার সরকারকে দুষলেন শাহ