স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জানুয়ারি: রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের দিন লা লিগার অন্য একটি ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনাও। বেনিটো ভিলামারিনায় রিয়াল বেটিসকে ৪-২ গোলে হারিয়েছে কাতালানরা। বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করেছেন ফেরান টোরেস। বাকি গোলটি করেছেন জাও ফেলিক্স। অন্যদিকে বেটিসের হয়ে দুটি গোল শোধ করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ইস্কো।
ম্যাচে শুরু থেকে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। তবে আক্রমণে পিছিয়ে ছিল না রিয়াল বেটিসও। ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিটেই গোল খাওয়ার উপক্রম হয়েছিল বার্সেলোনার। ইস্কোর পাস বক্সে পেয়ে যান লুইন এনরিকে। গোলরক্ষক ইনাকি পেনারের উপর দিয়ে চিপ শট করলে বল চলে যায় বারের উপর দিয়ে। ম্যাচের ১৪ মিনিটে প্রথমবারের মতো গোলের সুযোগ পায় বার্সা। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস বক্সে পেয়ে গিয়েছিলেন পেদ্রি। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডারের বলটি জালে জড়াতে পারেননি। প্রথম গোলের জন্য কাতালানদের অপেক্ষা করতে হয় ২১ মিনিট পর্যন্ত। পেড্রির বাড়ানো পাস থেকে গোল করতে ভুল করেননি ফেরান তোরেস। কয়েক মিনিট পর ফের গোলর সুযোগ পায় বার্সা। রবার্ট লেভানডস্কির শট পা দিয়ে ঠেকিয়ে দেন বেটিস গোলরক্ষক। ম্যাচের ৩৯ মিনিটে লামিনে ইয়ামালের শট পোস্টে লাগে। ফিরতি বল জালে পাঠান তোরেস। কিন্তু অফসাইডের জন্য গোল বাতিল হয়। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।
???? FULL TIME!!!!!!! #BetisBarça pic.twitter.com/o3JRIaa2nc
— FC Barcelona (@FCBarcelona) January 21, 2024
আরও পড়ুন: LA LIGA: দু’গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য জয় রিয়াল মাদ্রিদের
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন সেই তোরেস। দুরন্ত ভলিতে বল জালে জড়ান স্পেনের এই উইঙ্গার। ফুটবলে বলা হয় একগোলের ব্যবধান কখনও নিরাপদ নয়। তবে রবিবার বার্সার দু’গোলের ব্যবধানও মুছে দিয়েছিল বেটিস। খেলার ৫৬ থেকে ৫৯ মিনিটের মধ্যে জোড়া গোল করেন ইস্কো। প্রায় সাত বছর পর লা লিগার কোনও ম্যাচে গোল পেলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা। দুটি গোল হজম করার পর দলে কয়েকটি পরিবর্তন করেন বার্সা কোচ জাভি। কাজেও লাগে সেই পরিবর্তন। দ্বিতীয়ার্ধের একদম শেষ লগ্নে পরিবর্ত হিসেবে নামা ফেলিক্সের গোলেই ফের ব্যবধান বাড়িয়ে নেয় বার্সা। সংযুক্তি সময়ে ব্যক্তিগত হ্যাটট্রিক ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন ফেরান তোরেস। ইয়ামালের বাড়ানো থ্রু বল ধরে চিপ শটে বিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এই জয়ের ফলে ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট পেয়ে লিগ তালিকার তিন নম্বরে উঠে এল কাতালানরা।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের