Home » England vs Australia T20 Series: দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড, নতুন কীর্তি ফ্রেজার-ম্যাকগার্কের

England vs Australia T20 Series: দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড, নতুন কীর্তি ফ্রেজার-ম্যাকগার্কের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ সেপ্টেম্বর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। প্রথম ম্যাচে ২৮ রানে জিতেছিল অজিরা। দ্বিতীয় ম্যাচে জিততে পারলেই সিরিজ নিজেদের দখলে নিতে পারত তারা। কিন্তু শুক্রবার অন্য মেজাজে দেখা গেল ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার দেওয়া রানের লক্ষ্য এক ওভার হাতে নিয়েই তুলে নিলেন থ্রি লায়ন্সরা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ায় হয়ে নতুন কীর্তি গড়লেন ফ্রেজার-ম্যাকগার্ক। ওয়ার্নারের পর এখন তিনিই সবথেকে কম বয়সে আন্তর্জাতিক কুড়ি ওভারের ক্রিকেটে অর্ধশত রান করা অস্ট্রেলিয়ান। এবার সিরিজের শেষ ম্যাচেই নিশ্চিত হবে কে পাবে জয়ের খেতাব।

আরও পড়ুন  East Bengal: আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সুনীলের বেঙ্গালুরু

এদিন টসে জিতে অজিদের প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক ফিল সল্ট। ম্যাথু ওয়েডের সঙ্গে ওপেনিং জুটি বেঁধে মাঠে নেমেছিলেন ট্রাভিস হেড। দু’জনে যথাক্রমে ২৮ ও ৩১ রান করেন। তিন নম্বরে নেমে ৩১ বলে ৫০ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন ফ্রেজার ম্যাকগার্ক। এছাড়াও যশ ইংলিসের ২৬ ও অ্যারন হার্ডির মাত্র ৯ বলে ২০ রানের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ১৯৩ রান তুলেছিল অ্যানডিউ ম্যাকডোনাল্ডের দল। ইংল্যান্ডকে জিততে গেলে করতে হত ১৯৪।

রান তাড়া করতে নেমেই পরিচিত বিধ্বংসী ছন্দে ইনিংস শুরু করেন সল্ট। তবে ম্যাথিউ শর্টের বলে ক্যাচ তুলে ৩৯ রানে সাজঘরে ফিরে যান তিনি। আর এক ওপেনার উইল জ্যাক্স মাত্র ১২ রানেই বাইশ গজ ছাড়েন। মাঠে নেমেই দ্বিতীয় বলে ‘বোল্ড আউট’ হয়ে উঠে যান জর্ডান কক্স। চাপের মুখে ইংল্যান্ডের ব্যাটিং সামলাতে আসেন লিভিংস্টোন ও বেথেল। সামলেও দেন নিপুণভাবে। একদিকে উইকেটের ঝড় সামলে, অন্যদিকে অজি বোলারদের কার্যত ধুয়ে দিতে শুরু করেন একত্রিশ বছরের পাঞ্জাব কিংসের তারকা। তাঁর ৪৭ বলে ৮৭ রান ও বেথেলের ২৪ বলে ৪৪ এর সৌজন্যে লক্ষ্যের দুয়ারে পৌঁছে যায় ইংল্যান্ড। শেষে অস্ট্রেলিয়ার বোলাররা প্রত্যাবর্তনের চেষ্টা করলেও তিন উইকেট থাকতেই ম্যাচ জিতে নিয়েছেন সল্টরা। সিরিজ এখন ১-১। ১৫ সেপ্টেম্বর ম্যানচেস্টারে হবে সিরিজের শেষ ম্যাচ।

#England vs AustraliaT20Series  #ThreeLions  #EnglandcaptainPhilSalt  #MatthewWade  #TravisHead

About Post Author