স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ সেপ্টেম্বরঃ লা লিগায় সহজ ম্যাচ কঠিন করে জিতল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার নিজেদের ঘরের মাটিতে আলাভেসকে ৩-২ গোলে হারাল কার্লো আন্সেলোত্তির দল। প্রথমে তিন গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু শেষ দশ মিনিটে দুরন্ত ভাবে ম্যাচে ফেরে আলাভেস। দুটি গোল শোধ করে রিয়াল সমর্থকদের স্নায়ুচাপ বাড়িয়ে দিয়েছিলেন লুই গার্সিয়ার ছেলেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। এই ম্যাচে জয়ের ফলে নতুন নজির গড়লেন রিয়ালের বর্ষীয়ান ইতালিয়ান কোচ। লা লিগায় প্রথম কোচ হিসেবে ৩৯ ম্যাচ অপরাজিত রইলেন তিনি।
প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল রিয়াল। ফেডে ভেলভের্দের পাস ধরে জোরালো শটে বিপক্ষের জালে বল জড়ান লুকাস ভাসকুয়েস। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। ৪০ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। সতীর্থ জুড বেলিংহামের সঙ্গে পাস খেলে গোল করেন তিনি। এই নিয়ে রিয়ালের জার্সিতে পরপর পাঁচ ম্যাচে গোল পেলেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোরবোর্ড ৩-০ করেন রড্রিগো। সিভেরিওর পায়ের ফাঁক দিয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। একটা সময় মনে হয়েছিল আলাভেসকে গোলের মালা পরাতে চলেছে রিয়াল। কিন্তু শেষের দশ মিনিটে আন্সেলোত্তির দলের রক্ষণে প্রায় কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন সফরকারী দলের ফুটবলাররা। ৮৫ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন কার্লোস বেনাভিদেজ। সেই গোলের ধাক্কা সামলিয়ে ওঠার আগে দ্বিতীয় গোল হজম করে রিয়াল। পরের মিনিটেই কার্লোসের বাড়ানো পাস থেকে দ্বিতীয় গোল শোধ করেন কিকে গার্সিয়া। শেষ চার মিনিট চাপে পড়ে যায় রিয়ালের রক্ষণভাগ। তবে বিপদ বাড়েনি। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে মাঠ ছাড়লেন ভিনি জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেরা। স্পেনের ক্লাবের হয়ে এটি ছিল আন্সেলোত্তির ৩০০ ম্যাচ। রিয়াল মাদ্রিদে মিগুয়েল মানুয়েজের পর দ্বিতীয় কোচ হিসেবে এই নজির গড়লেন তিনি। এই স্মরণীয় ম্যাচ জয়ের ফলে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রইল রিয়াল। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে বার্সেলোনা।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের