সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিল: ফাইনালও নয়, নকআউট ও নয় , হার-জিতের নিরিখে কোনও দল ছিটকেও যাবে না। অথচ সম্মান ও আইপিএলের ঐতিহ্য নিরিখে ম্যাচের গুরুত্ব ছিল অপরিসীম কারণ আইপিএলের ১৫ টি মরশুমের এর মধ্যে ৯ টিতে বিজয়ী হয়েছে এই দু দল আর এরকম ম্যাচেই বাজিমাত করল মিস্টার কুলের চেন্নাই। বল হাতে দুর্দান্ত রবীন্দ্র জাদেজার পাশাপাশি জ্বলে উঠলেন অজিত রাহানে।

অথচ শুরুটা ভালোই করেছিল মুম্বাই। রোহিত শর্মা ও ঈশান কিষান প্রথম চার ওভারে তুলে নেন ৩৮ রান। সপ্তম ওভারে দলীয় ৬৪ গানের মাথায় ঈশান কিশান ৩২ রান করে ফেরার পর থেকে ম্যাচ ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে চেন্নাই। সূর্য কুমার যাদব যথারীতি ব্যর্থ। ভালো ফর্মে থাকা তিলক ভার্মাও বেশিক্ষণ টিকতে পারেননি।

চেন্নাইয়ের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও স্যান্টনারের দাপটে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রানের বেশি করে উঠতে পারে নি মুম্বাই। পাল্টা ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কনওয়ের উইকেট খোয়ায় চেন্নাই। এরপরে স্বল্প সময়েই ম্যাচের ভাগ্য গড়ে দিয়ে যান রাহানে।
আরও পড়ুন পান্ডিয়া ম্যাজিক! হায়দ্রাবাদকে হারিয়ে জয়ে ফিরল লখনউ

রুতরাজ গাইকোয়াড় বা শিবম দুবে ভালো ব্যাট করলেও সবাইকে ছাপিয়ে যান আজিঙ্ক রাহানে। মাত্র ২৭ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে রুতরাজের সঙ্গে ৭.২ ওভারে ৮২ রান তুলে ম্যাচ চেন্নাইয়ের অনুকূলে নিয়ে আসেন রাহানে। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রবীন্দ্র জাদেজা।।


More Stories
সুপার কাপের মধ্যেই গোলাপি সাজে মোহনবাগান ক্লাব! নেপথ্যে কোন কারণ?
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
শ্রেয়সকে নিয়ে দিলেন বড় আপডেট, টি২০ সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী সূর্য