Home » ব্যর্থ গব্বরের ৯৯, পঞ্জাবকে হারিয়ে জয়ের খাতা খুলল হায়দরাবাদ

ব্যর্থ গব্বরের ৯৯, পঞ্জাবকে হারিয়ে জয়ের খাতা খুলল হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ এপ্রিল: এবারের আইপিএলে প্রথম জয় পেল সানরাজার্স হায়দরাবাদ। পঞ্জাব কিংসকে ১৭ বল বাকি থাকতে ৮ উইকেটে হারাল আইডেন মার্করামের ছেলেরা। শিখর ধওয়ানের ৬৬ বলে ৯৯ রানে সুবাদে ৯ উইকেটে ১৪৩ রান তোলে পঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে রান তুলে নেয় হায়দরাবাদ। ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠি।

আরও পড়ুন   অ্যানফিল্ডে জয় অধরা! লিভারপুলের বিরুদ্ধে ড্র আর্সেনালের

রবিবার হায়দারাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক আইডেন মার্করাম। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দলের বোলাররা। জ্যানসেন,মার্কণ্ডে, উমরানের দাপুটে বোলিংয়ের সামনে ধারাবাহিক ভাবে উইকেট হারতে থাকে পঞ্জাব। প্রথম ৪ ওভারে ২২ রানে তিন উইকেট হারিয়ে বেশ বেকায়দায় পড়ে যায় পঞ্জাবের টপ অর্ডার। অধিনায়ক শিখর ধাওয়ান ও স্যাম কুরানের লড়াকু ইনিংস দলকে তিন সংখ্যার রান টপকাতে সাহায্য করে। ১৫ বলে ২২ রান করে ফেরেন কুরান। এরপর ধাওয়ান একপেশে লড়াই চালিয়ে গেলেও যোগ্য সঙ্গত পাননি। ৬৬ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন ধাওয়ান। তাঁর ইনিংস সাজানো ছিল ১২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারিতে। দুজন ব্যাটার ছাড়া পঞ্জাবের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। হায়দরাবাদের হয়ে ৪ টি উইকেটে নেন মায়াঙ্ক মার্কণ্ডে, ২ টি করে উইকেট নেন মার্কো জ্যানসেন ও উমরান মালিক। ১ টি উইকেট পান ভুবনেশ্বর কুমার। নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস।


জবাবে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা মন্থর হয়েছিল হায়দরাবাদের। তবে দুই ওপেনার ব্রুক (১৪ বলে ১৩) ও মায়াঙ্ক অগ্রবাল (২০ বলে ২১) ফিরতে রানের গতি বাড়ে। রাহুল ত্রিপাঠির অপরাজিত ৪৮ বলে ৭৪ ও অধিনায়ক মার্করামের অপরাজিত ২১ বলে ৩৭ রানের সুবাদে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ। যদিও হেরেও এদিন ম্যাচের সেরা নির্বাচিত হন শিখর ধাওয়ান।

About Post Author