Home » ত্রাতা লোকো পাইলট, একই দিনে ডুয়ার্সে দুবার রক্ষা পেল হাতি

ত্রাতা লোকো পাইলট, একই দিনে ডুয়ার্সে দুবার রক্ষা পেল হাতি

সানি রায়,সময় কলকাতা,২৪ আগস্ট : হাতিরা বারবার উঠে আসছে রেললাইনে। বারবার ত্রাতা হয়ে দেখা দিচ্ছেন চালক। তাঁদের সজাগ দৃষ্টির জোরে বারবার প্রাণে বেঁচে যাচ্ছে হাতি। ডুয়ার্স রেলপথে বৃহস্পতিবার আবার হাতির ত্রাতা হয়ে দেখা দিলেন চালকেরা। বৃহস্পতিবার দিনটি আলাদা ভাবে তাৎপর্যপূর্ণ কারণ এদিন দু বার লোকো পাইলটদের সৌজন্যে রক্ষা পেল বন্যপ্রাণ।

এই নিয়ে বিগত দশদিনে  পাঁচবার ,ডুয়ার্সের রেলপথে চালকের তৎপরতায় ফের এড়ানো গেল হাতি মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে ও বিকেলে প্রায় একই স্থানে দুবার রেল লাইনে এসে পড়ে হাতি। দুবারই যাত্রীবাহী ট্রেনের দায়িত্বে থাকা লোকো পাইলট (loco pilot) ট্রেনের যাত্রীদের নিরাপত্তা যেমন সুরক্ষিত করলেন, তেমন হাতির প্রাণও রক্ষা করলেন।

বৃহস্পতিবার দুপুরে রাজেন্দ্রনগর-কামাখ্যা আপ কামাখ্যা এক্সপ্রেসের দুই চালক চালসা ও নাগরাকাটা স্টেশনের মাঝে চাপরামারিতে লাইনের ওপর একটি হাতি দাঁড়িয়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে জরুরী ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন লোকো পাইলট এস কে মালাকার ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সুরজ সাগর।

বিকেলে ওই একই স্থানে রেললাইনের ওপর অন্য একটি মাকনাকে দাঁড়িয়ে থাকতে দেখেন লোকমান্য তিলক স্টেশন থেকে কামাখ্যাগামী কর্মভূমি এক্সপ্রেসের লোকো পাইলট ওয়াই অমিত ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সৌরভ কুমার। সঙ্গে সঙ্গে তাঁরা ট্রেনের গতি কমিয়ে দেন। ৪ মিনিট অপেক্ষার পর হাতিটি জঙ্গলমুখী হলে ফের ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয়।

আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম বলেন, ‘বন্যপ্রাণীদের রক্ষায় আমাদের চেষ্টায় কোনও খামতি নেই। জঙ্গলের পথে চালকদের নিয়ন্ত্রিত গতিবেগে ট্রেন চালানো ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া আছে।’ সবমিলিয়ে একের পর এক ঘটনা পরিষ্কার করে দিচ্ছে ট্রেনকে সুরক্ষিত রেখে বন্যপ্রাণকে রক্ষা করতে কতটা সজাগ রেলবিভাগ ও লোকো পাইলটরা।।

আরও পড়ুন : যাদবপুরের পরে দুর্গাপুর, হোস্টেলে কম্পিউটার সায়েন্সের ছাত্রের রহস্য মৃত্যু

About Post Author