স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ সেপ্টেম্বর: হার দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল বাংলাদেশ। শ্রীলঙ্কার ঘরের মাটিতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যদিও টসে জেতার লাভ তুলতে পারেনি দল। ৪২.৪ ওভারে মাত্র ১৬৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় লঙ্কা ব্রিগেড।
একটি দল রয়েছে আইসিসি একদিনের ক্রম তালিকার সপ্তম স্থানে। অপর দলটি রয়েছে সেই তালিকার অষ্টম স্থানে। তবু এশিয়া ক্রিকেটের দুই গুরুত্বপূর্ণ দেশ শ্রীলঙ্কা ও বাংলাদেশ। অতীত রেকর্ড বলছে ১৬ বারের মধ্যে ৬ বার একদিনের ক্রিকেটে এশিয়া সেরা হয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ এখনও পর্যন্ত এশিয়া সেরার খেতাব না পেলেও প্রথম সারির দলগুলিকে যথেষ্ট বেগ দিয়েছে। এই দুই দল মুখোমুখি হওয়ায় শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে একটি উত্তেজক ম্যাচ দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট ভক্তরা। কিন্তু নিজেদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ বাংলাদেশ। চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে লিটন দাস। লিটনের অনুপস্থিতি এদিন অনুভব করল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
দ্যা টাইগারদের হয়ে একা লড়াই করে গেলেন নাজমুল হাসান শান্ত। ১২২ বল খেলে ৮৯ রানে নাজমুলের লড়াকু ইনিংসের সৌজন্যে ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নিলেন মাথিশা পথিরানা। গতবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুরন্ত বোলিং করেছিলেন এই তরুণ পেসার। অনেকে তাঁর সঙ্গে শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গার তুলনাও করছেন। এবার এশিয়া কাপেও নজর কাড়লেন পাথিরানা। পাথিরানা ছাড়া দুটি উইকেট নেন মাহীশ তিকশানা। শ্রীলঙ্কার হয়ে ১ টি করে উইকেট পেয়েছেন ধনঞ্জয় ডা সিলভা, দুনিথ বেল্লালাগে ও শনাকা। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ২০ বছরের দুনিথ বেল্লালাগে।
আরও পড়ুন এশিয়া কাপের ডার্বিতে পাকিস্তানকে কিছুটা এগিয়ে রাখলেন মনোজ, কেন?
মেহদী হাসানকে যে কায়দায় আউট করলেন তার জন্য কোনও প্রশংসা যথেষ্ট নয়। শ্রীলঙ্কার বোলারদের দাপটে ৪২.৪ ওভারে মাত্র ১৬৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ক্রমাগত উইকেট হারাতে থাকে লঙ্কা বাহিনী। তৃতীয় ওভারে ১ রান করে ফেরেন করুণারত্নে। পরের ওভারে কুশল মেন্ডিসকে ফেরান সাকিব। অপর ওপেনার নিশঙ্ক ফেরেন ১৬ রানে। তিন উইকেট হারিয়ে যাওয়া অবস্থায় দলের হাল ধরেন সমরবিক্রম ও আশালঙ্ক। এই দুই ব্যাটারের ৭৮ রানের জুটি শ্রীলঙ্কাকে নিয়ে যায় জয়ের দোরগোড়ায়। সমরবিক্রম ৫৪ রান করে ফেরেন মেহেদী হাসানের বলে। এরপর ধনঞ্জয় ডা সিলভাকে ২ রানে ফেরান সাকিব। এরপর দলকে জয়ের পথ দেখান অধিনায়ক দাসুন শনাকা ও আশালঙ্ক। ৬২ রানে অপরাজিত থাকেন আশালঙ্ক। ১৪ রানে অপরাজিত থাকেন শনাকা। পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা মাথিশা পাথিরানা।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের