স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ সেপ্টেম্বর: আশঙ্কাই সত্যি হল। লাগাতার বৃষ্টিতে ভেস্তে গেল এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ভারত করে ২৬৬ রান। ভারতের ইনিংস শেষ হওয়ার পর ফের দফায় দফায় বৃষ্টি নামে ক্যান্ডির পাল্লিকেলে স্টেডিয়ামে। বৃষ্টির জেরে ব্যাট করতে নামতে পারেনি পাকিস্তান। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন ম্যাচ রেফারি। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে বিশাল রানে জয়ের সুবাদে শেষ চারে পৌঁছে গেলেন বাবর আজমরা।
ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার চূড়ান্ত। এশিয়া কাপেও তার ব্যতিক্রম হয়নি। দুই দেশের ঘরের মাঠে খেলা না হলেও, পড়শি দেশ শ্রীলঙ্কায় ভিড় জমিয়েছিলেন দুই দলের অনেক সমর্থক। কেউ নীল জার্সিতে, কেউ সবুজ। পাকিস্তানের পতাকা ও ভারতের তেরঙ্গা এদিন দখল নিয়েছিল ক্যান্ডির স্টেডিয়ামের। টস জিতে ম্যাচে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।
ম্যাচ ডার্ক ওয়াথ লুইস পদ্ধতিতে গড়ালে প্রথমে ব্যাটিং করার সুবিধা নিতে চেয়েছিলেন ভারত অধিনায়ক। অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার। শাহীন-নাসিম-হ্যারিস ত্রিফলা আক্রমণের সামনে আত্মসমর্পন করলেন রোহিত (১১), বিরাট (৪), গিল (১০) ও শ্রেয়স (১৪)। ১৪.১ ওভারে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এই পরিস্থিতিতে ম্যাচের হাল ধরেন ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া। এই দুই ব্যাটারের ১৩৮ রানের জুটি ম্যাচে ফেরায় ভারতকে।
আরও পড়ুন সৌরভের ভূমিকায় পর্দায় জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা
৮১ বলে ৮২ রানের স্মরণীয় ইনিংস খেলে হ্যারিস রউফের বলে আউট হন ঈশান। হার্দিক করেন ৯০ বলে ৮৭ রান। ৪৮.৫ ওভারে ২৬৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শাহীন-নাসিম-হ্যারিস জুটির দখলে গেল ১০ টি উইকেট। শাহীন একাই নিলেন ৪ টি। তাঁর ইনস্যুইং, আউটস্যুইং কম্বিনেশনে ফিরলেন ভারতের চার নির্ভরযোগ্য ব্যাটার। ম্যাচের ফয়সালা হলে ম্যাচের সেরার দাবিদার হতেন এই পেস বোলার। শাহীন ছাড়া নাসিম ও রউফের ঝুলিতে গিয়েছে ৩ টি করে উইকেট। এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় শেষ চারে পৌঁছে গিয়েছে পাকিস্তান। ভারতও শেষ চারে বা সুপার ফোরে উঠলে ফের মুখোমুখি হবে এই দুই দেশ।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের