Home » এশিয়া কাপের অঘোষিত সেমি ফাইনাল, শ্রীলঙ্কার বিপক্ষে নামছে পাকিস্তান

এশিয়া কাপের অঘোষিত সেমি ফাইনাল, শ্রীলঙ্কার বিপক্ষে নামছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ সেপ্টেম্বর: অঙ্কটা পরিষ্কার। যেই দল জিতবে ষষ্ঠদশ এশিয়া কাপের সেমি ফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে যাবে। এরকম পরিস্থিতিতে বৃহস্পতিবার কলম্বোর প্রেমদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি শ্রীলঙ্কা বনাম পাকিস্তান। আইসিসি একদিনের ক্রম তালিকার শীর্ষে রয়েছে পাক শিবির। অন্যদিকে তালিকার অষ্টমস্থানে রয়েছে শ্রীলঙ্কা। ফলে খাতায় কলমে যে এগিয়ে থেকে শুরু করবেন বাবর আজমরা তা বলার অপেক্ষা রাখে না।একদিনের খেলার ফরম্যাটে এই দুই এশীয় দেশের লড়াইয়েও পাল্লা অনেকটা ভারি পাকিস্তানের। এর আগে এই দুই দল মুখোমুখি হয়েছে মোট ১৫৫ বার। তারমধ্যে পাকিস্তান জিতেছে ৯২ টি ম্যাচ। শ্রীলঙ্কার ঝুলিতে গিয়েছে ৫৮ টি ম্যাচ। ১ টি ম্যাচ শেষ হয় অমীমাংসিতভাবে। ৪ টি ম্যাচ বিভিন্ন কারণে ভেস্তে যায়।

যদিও, ফাইনালের আগে বেশ চাপে রয়েছে ফ্যালকনরা। কারণ,
১) ফাইনালে পৌঁছতে গেলে পাকিস্তানকে এই ম্যাচে জিততেই হবে
২) পাকিস্তান হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত
৩) বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলও ফাইনালের আশা শেষ বাবরদের
৪) সর্বশেষে,চোট আঘাতে জর্জরিত দল

আরও পড়ুন    বিশ্বকাপের আগে স্টোকস ঝড়ে বেসামাল নিউজিল্যান্ড

অপরদিকে, কিছুটা স্বস্তিতে রয়েছে শ্রীলঙ্কা শিবির। কারণ,
১) নিজেদের ঘরের মাঠে ম্যাচ
২) চোট সমস্যা কাটিয়ে উঠেছে দল
৩) বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও ফাইনালে যাওয়া আটকাবে না। রানরেটের বিচারে বাবরদের থেকে অনেকটা নিরাপদ জায়গায় রয়েছে দল
৪) ভারতের বিপক্ষে দলের স্পিনারদের পারফরম্যান্স

বুধবার শ্রীলঙ্কা ম্যাচের দল প্রকাশ করেছে পাকিস্তান।

দলে মোট ৫ টি পরিবর্তন করা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন দলের দুই পেস অস্ত্র হ্যারিস রউফ ও নাসিম শাহ। শ্রীলঙ্কা ম্যাচে দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে সুযোগ পেয়েছেন জামান খান ও মহম্মদ ওয়াসিম। এছাড়াও খারাপ ফর্মের জন্য বাদ দেওয়া হয়েছে ওপেনার ফাখর জামানকে। ইমাম উল হকের সঙ্গে ওপেন করতে দেখা যাবে মহম্মদ হ্যারিসকে। গত ম্যাচে জাদেজার বলে চোখের পাশে চোট পেয়েছিলেন আঘা সলমন। শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ দেওয়া হয়েছে সাউদ সাকিলকে। ফাহিম আশরাফের জায়গায় দলে ফিরছেন নওয়াজ খান।পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে হলে শ্রীলঙ্কাকে হারাতেই হবে। তবে এই ম্যাচেও কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে ম্যাচ অমীমাংসিত থাকলে রানরেটের বিচারে ফাইনালে পৌঁছে যাবে শ্রীলঙ্কা।

About Post Author