স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জানুয়ারি: এভাবেও ফিরে আসা যায়। বিশ্ব ফুটবলে প্রত্যাবর্তন নিয়ে উপন্যাস লেখা হলে তার সিংহভাগ জুড়ে থাকবে রিয়াল মাদ্রিদের নাম। রবিবার সেই উপন্যাসে আরও একটা পৃষ্ঠা যুক্ত হল। লিগ টেবিলের তলানিতে থাকা আলমেরিয়ার বিরুদ্ধে বিরতি পর্যন্ত দু’গোলে পিছিয়ে থেকেও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন কার্লে আন্সেলোত্তির ছেলেরা।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকোর বিপক্ষেও পিছিয়ে পড়েও জয় পেয়েছিল লস ব্লাঙ্কোরা। রবিবার লা লিগায় সেই চিত্রনাট্যের পুনরাবৃত্তি দেখা গেল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চরম নাটকীয় ম্যাচে আলমেরিয়াকে ৩-২ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। তবে রবিবার ম্যাচের শুরুতেই হোঁচট খায় তারা। প্রথম মিনিটেই ব্লাঙ্কোসের জালে বল জড়ান বেলজিয়াম উইঙ্গার রামাজানি। ম্যাচের ৪৩ মিনিটে ফের গোল হজম করে আন্সেলোত্তি শিবির। আলমেরিয়ার হয়ে ব্যবধান ২-০ করেন গঞ্জালেজ। দু’গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল।
FT #RealMadridAlmeria 3-2
Late heroics for @realmadriden ????#LALIGAEASPORTS | #ResultsByVisitSaudi pic.twitter.com/ChynAQJskq
— LALIGA English (@LaLigaEN) January 21, 2024
আরও পড়ুন: MANCHESTER UNITED: দলবদলের বাজারে বড় চমক, সিটির ঘর ভাঙল ম্যানচেস্টার উইনাইটেড
বিরতির পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে রিয়াল শিবির। আক্রমণে বিপক্ষের উপর চাপ বাড়াচ্ছিলেন ভিনি, বেলিংহামরা। ফলও মেলে। ম্যাচের ৫৭ মিনিট পেনাল্টি থেকে রিয়ালের হয়ে গোলের খাতা খোলেন সেই জুড বেলিংহামই। সেই গোলের ধাক্কা সামলিয়ে ওঠার আগে রিয়ালকে ম্যাচে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়ার। তার পর সর্বশক্তি দিয়ে আক্রমণে ওঠে গতবারের লা লিগে জয়ীরা। ৭৭ মিনিটে ফের বিপক্ষের জালে বল জড়িয়েছিলেন বেলিংহাম। তবে সেই গোল অফসাইডের জন্য বাতিল করেন রেফারি। ৮১ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি প্রায় করে ফেলেছিলেন ভিনি। কোনওমতে পরিস্থিতি সামাল দেন বিপক্ষের গোলরক্ষক। এই সময়ে একাধিরবার গোলের সুযোগ তৈরী করলেও তার সদ্ব্যবহার করতে পারেনি তারা। সংযুক্তি সময়ের ৯ মিনিটের মাথায় ম্যাচের জয়সূচক গোলটি করেন দানি কার্ভাহাল।
ম্যাচ জিতলেও লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা হল না রিয়ালের। রবিবার অন্য একটি ম্যাচে সেভিয়াকে ৫-১ গোলে পর্যদুস্ত করে শীর্ষস্থাল ধরে রাখল জিরুনা। স্পেনের ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করলেন আর্তেম ডভবিক। ২১ ম্যাচে ৫২ পয়েন্ট পেয়ে লিগ তালিকার শীর্ষে রইল জিরোনা। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট পেয়ে দু নম্বরে রিয়াল।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের