Home » ICC T-20 XI: টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির বর্ষসেরা দলের নেতা সূর্য, দলে ভারতের কতজন সুযোগ পেলেন?

ICC T-20 XI: টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির বর্ষসেরা দলের নেতা সূর্য, দলে ভারতের কতজন সুযোগ পেলেন?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জানুয়ারি: টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষদের বর্ষসেরা একাদশ ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবকে। শুধু সূর্য নন, বর্ষসেরা একাদশে সুযোগে পেয়েছেন ভারতের আরও তিন ক্রিকেটার। তারা হলেন যশস্বী জয়সওয়াল, রবি বিষ্ণোই ও আর্শদ্বীপ সিং।

২০২৩ ছিল সূর্যকুমার যাদবের কাছে স্বপ্নের মরশুম। পূর্ণ-সময়ের ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন ভারতের সূর্য। ভারতীয় তারকার ব্যাট থেকে এসেছে ১৮ ম্যাচে ৭৩৩ রান। গড় ৪৩.১। তার মধ্যে রয়েছে দু’টি অনবদ্য শতরান। শেষ সেঞ্চুরিটি করেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। মাত্র ৫৬ বলে শতরান করেছিলেন সূর্য। তাঁকে দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: মাত্র ১ শতাংশ জিনিয়াস পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

তিনি ছাড়া ভারত থেকে দলে সুযোগ পেয়েছেন প্রতিভাবান ওপেনার যশস্বী জয়সওয়াল। ১৫ ম্যাচে ৪৩০ রান করেছিলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার। ২০২৩ মরশুমে টি-টোয়েন্টিতে একটি শতরানও করেছিলেন তিনি। বোলিং বিভাগে ভারত থেকে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার রবি বিষ্ণোই। ২০২৩ সালে বেশ নজর কেড়েছিলেন বিষ্ণোই। ৯ ম্যাচে ১৪ উইকেট পেয়েছিলেন তিনি। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষে তাঁকে বিশ্বের সেরা বোলার হিসেবেও মনোনীত করা হয়েছিল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ স্কোয়াডেও তিনি জায়গা করে নেবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়াও দলে রয়েছেন জোরে বোলার আর্শদীপ সিং। ২০২৩ সালে ২১টি ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন তিনি। পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে পঞ্জাবের বোলারের বল করার ক্ষমতা যে কোনও দলের জন্য সম্পদ।

আইসিসির বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক) (ভারত), যশস্বী জয়সওয়াল (ভারত), ফিল সল্ট (ইংল্যান্ড), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), মার্ক চ্যাপম্যান (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবোয়ে), অল্পেশ রামজানি (উগান্ডা), মার্ক এদের (আয়ারল্যান্ড), রবি বিষ্ণোই (ভারত), রিচার্ড নাগারভা (জিম্বাবোয়ে), আর্শদীপ সিং (ভারত)।

About Post Author