স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ জানুয়ারি: মরসুম শেষেই খালি হতে চলেছে ইউরোপের আরেকটি বড় ক্লাবের কোচিং পদ। একদিন আগে লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ জানিয়েছিলেন মরশুমের শেষে তিনি ক্লাব ছাড়তে চলেছেন। অনেকটা তাঁর দেখানো পথেই এবার হাঁটলেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্ডেজ। শনিবার তিনিও জানিয়ে দিলেন মরসুম শেষেই কাতালান ক্লাবের দায়িত্ব ছাড়বেন তিনি। ফুটবলার হিসেবে বার্সেলোনার হয়ে ক্লাবের হয়ে একাধিক ট্রফি জিতেছেন জাভি। তবে প্রিয় ক্লাবে কোচ হিসেবে প্রত্যাবর্তনটা মনে রাখার মতো হল না তাঁর। ব্যর্থতার দায় নিয়েই ক্লাব ছাড়ার কথা ঘোষণা করলেন।
শনিবার রাতে স্প্যানিশ লিগে ভিলারিয়ালের কাছে ৫-৩ গোলে হারের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জাভি। এই হারের ফলে লিগ শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে পড়ল বার্সেলোনা। ঘরোয়া লিগ জেতার অঙ্কটা আরও কঠিন করে ফেলল কাতালানরা। ম্যাচের পর জাভি বলেছেন: “বার্সেলোনার কোচ হিসেবে ৩০ জুন হবে আমার শেষ দিন। বার্সেলোনার ভক্ত হিসেবে আমি চাই ক্লাবের এই পরিস্থিতির থেকে উত্তরণ। এখনই ক্লাবের পরিবর্তন দরকার।”
https://twitter.com/FabrizioRomano/status/1751349450264469775
এই সিদ্ধান্তের পিছনে মানসিক অবসাদকে দায়ী করেছেন বিদায়ী বার্সা কোচ। অনেক আগেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি করেছেন। জাভির মতে: “বার্সেলোনার কোচ হওয়াটা বেশ ভীতিকর। আপনি সবসময় চাইবেন আপনাকে সবাই সমীহ করবে। যখন তা ঘটবে না সেটা মেনে নেওয়া খুব অস্বস্তিকর। এটা আপনার মনের উপর চাপ তৈরী করে। আবেগ এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে আপনি মনে করেন আপনি চালিয়ে যেতে পারবেন না। আমার কাছের লোকজন এ বিষয়ে জানে।”
ফুটবল থেকে অবসর নেওয়ার পর কাতারের আল-সাদ ক্লাবে কোচ হিসেবে কাজ শুরু করেন জাভি। তারপর ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনা তাঁকে কোচ হিসেবে নিযুক্ত করেন। গত মরসুমে জাভির প্রশিক্ষণে স্প্যানিশ সুপার কাপ এবং স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ ঢোকে বার্সেলোনায়। লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর যা ছিল বার্সেলোনার প্রথম ট্রফি। তবে লা লিগা ছাড়া এ মরসুমে বার্সেলোনার আর কোনো ট্রফি জেতার সম্ভাবনা নেই।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের