স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ এপ্রিল: লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেলো রিয়াল মাদ্রিদ (Real Madrid)। শুক্রবার লা লিগায় (La Liga) তারা হারিয়ে দিল রিয়াল সোসিয়েদাদকে (Real Sociedad)। কার্লো আন্সেলোত্তির দল জয় পেয়েছে ১-০ গোলে। দলের হয়ে একমাত্র গোলটি করেন তুরস্কের বিস্ময় প্রতিভা আর্দা গুলার। এই জয়ের ফলে লিগ টেবিলের দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার (Barcelona) সঙ্গে লস ব্লাঙ্কোসদের পয়েন্টের ব্যাবধান দাড়ালো ১৪।
প্রথম একাদশের একাধিক নিয়মিত ফুটবলারকে বেঞ্চে বসিয়ে সোসাইদের বিরুদ্ধে দল নামান আন্সেলোত্তি।ফলে শুরুটা ভাল হয়নি মাদ্রিদিস্তানদের। খেলার প্রথম ২০ মিনিটে একটি ইতিবাচক আক্রমণ করতে পারেনি রিয়াল। যদিও ২৯ মিনিটে প্রথম গোল পেয়ে যায় তারা। দানি কারভাহলের পাস থেকে বল জালে পাঠান ‘তুরস্কের মেসি’ বলে পরিচিত আর্দা গুলার। রিয়ালের হয়ে আট ম্যাচে দ্বিতীয় গোলটি করলেন ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। প্রথম গোল হজমের মাত্র তিন মিনিট পর খেলায় সমতা ফেরায় সোসিয়েদাদ।সেই গোল যদিও বাতিল হয়ে যায়। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউরোপীয় ফুটবলের রাজারা। দ্বিতীয়ার্ধেও ঘরের মাঠে গোল শোধ করেছিল সোসিয়েদাদ। তবে ফের তাদের করা গোল বাতিল করে দেন রেফারি। তারা আর সমতাসূচক গোলের দেখা পায়নি। উল্টোদিকে রিয়ালও আর ব্যবধান বাড়াতে পারেনি। যদিও পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন তারা।
আরও পড়ুন: Kolkata-Punjab match: ইতিহাসের সাক্ষী ইডেন, কলকাতা-পঞ্জাব ম্যাচে ভাঙল একাধিক রেকর্ড
???? @10ardaguler ????@LaLiga | #LaLigaHighlights pic.twitter.com/M7Fxd6il5I
— Real Madrid C.F. (@realmadrid) April 26, 2024
✅La pépite turque @10ardaguler offre la victoire au @realmadridfra !#RealSociedadRealMadrid 0-1 #LALIGAEASPORTS | #ResultsByVisitSaudi pic.twitter.com/nnnNBMozlH
— LALIGA (@LaLigaFRA) April 26, 2024
আরও পড়ুন: কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি
এই জয়ের ফলে ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট হল ৮৪। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩২ ম্যাচে ৭০। রিয়ালের হাতে রয়েছে পাঁচ ম্যাচ। আর চারটি পয়েন্ট পেলেই আরও একবার লিগ খেতাব ঘরে ঢুকবে স্পেনের ঐতিহ্যশালী ক্লাবের। ম্যাচ শেষে জয়ের নায়ক গুলেরকে প্রশংসায় ভাসিয়ে রিয়াল কোচ আন্সেলোত্তি। তিনি বলেন, ‘আর্দা গোল করেছে। সে ভবিষ্যতে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছে। কোনও সন্দেহ নেই যে আগামী বছর সে এখানেই থাকছে।’
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের