Home » Barcelona: নতুন মরশুমের শুরুতে বার্সেলোনা ফিরল অতীতের ছন্দে

Barcelona: নতুন মরশুমের শুরুতে বার্সেলোনা ফিরল অতীতের ছন্দে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ সেপ্টেম্বরঃ লা লিগায় তরতরিয়ে ছুটছে বার্সেলোনা। শনিবার ভালাদোলিদকে সাত গোলের মালা পরাল হ্যান্সি ফ্লিকের ছেলেরা। দলের হয়ে দুরন্ত হ্যাটট্রিক ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার । এই নিয়ে চলতি লিগে টানা চতুর্থ ম্যাচে জয় পেল কাতালানরা। একই সঙ্গে পৌঁছে গেল লিগ শীর্ষে।

ভালাদোলিদের ফুটবলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন ল্যামিনে ইয়ামাল, রাফিনহা, রবার্ট লেভানডস্কিরা। ২০ মিনিটের মাথায় গোলের খাতা খোলে বার্সা। ডিফেন্ডার কুবার্সির থেকে বল পেয়ে গোল করেন রাফিনহা। চার মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডস্কি। ল্যামিনে ইয়ামালের পাস থেকে গোল করেন পোল্যান্ডের ফরোয়ার্ড। প্রথমার্ধের সংযুক্ত সময়ে দলের হয়ে তৃতীয় গোল করেন ফরাসি ডিফেন্ডার জুলেস কুণ্ডে।

আরও পড়ুনঃ Mohun Bagan: ঘরের মাঠে ২ গোলে এগিয়ে গিয়েও ডুরান্ড ফাইনালে হার মোহনবাগানের, প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস নর্থইস্ট ইউনাইটেডের

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বার্সেলোনা। ফলও মেলে। ৬৪ মিনিটে লেভানডস্কির বাড়ানো পাস থেকে রাফিনহার গোলে স্কোরবোর্ড ৪-০ করে বার্সা। ৭২ মিনিটে নিজের হ্যাটট্রিক ও দলের পাঁচ নম্বর গোলটি করেন ব্রাজিলায়ান উইঙ্গার। ল্যামিনে ইয়ামালের বাড়ানো পাস ধরে গোল করেন তিনি। ৮২ মিনিটে আরও বিপদ বাড়ে ভালাদোলিদের। ফেরান টোরেসের বাড়ানো পাস থেকে গোল করেন ড্যানি ওলমো। যদিও আগেও গোল করার সুযোগ পেয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। কিন্তু কাজে লাগাতে পারেননি। ৮৫ মিনিটে ভালাদোলিদের কফিনে শেষ পেরেক পোঁতে ফ্লিকের ছেলেরা। রাফিনহার থেকে পাস পেয়ে গোল করেন ফেরান টোরেস।

কয়েকবছর আগেও ফুটবল মাঠে ঝড় তুলতে দেখা যেত বার্সেলোনাকে। সেই দলরে মধ্যমণি হয়ে ছিলেন এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক ছাড়াও সেই দলে ছিলেন জাভি, ইনিয়েস্তা, নেইমার, সুয়ারেজরাও। তাঁদের হাত ধরে ক্লাব পর্যায়ে সব বড় ট্রফি ঘরে তুলেছে কাতালানরা। কিন্তু গত কয়েক বছরে সেই সাফল্য আর নেই। প্রায় সব তারকাই দল ছেড়েছেন। তার উপর গোদের উপর বিষ ফোঁড়ার মত দেখা দিয়েছে ক্লাবের অর্থনৈতিক সঙ্কট। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাবকে আবার কবে স্বমহিমায় দেখা যাবে তা নিয়ে চিন্তার শেষ ছিল না সমর্থকদের। জাভি হার্নান্ডেজ গত মরশুমের শেষে কোচের দায়িত্ব ছাড়ার পর বায়ার্ন মিউনিখ ও জার্মানির জাতীয় দলের প্রাক্তন কোচ হ্যান্সি ফ্লিককে দলের দায়িত্ব দেওয়ার পর দলের খেলায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে মত ফুটবল বিশেষজ্ঞদের। অনেক সমর্থক ইতিমধ্যে ফ্লিকের দলের সঙ্গে অতীতের সোনালী দিনের বার্সেলোনার ছায়াও দেখতে পাচ্ছেন।  

About Post Author