Home » Lionel Messi: প্রতীক্ষার অবসান, অবশেষে মাঠে দেখা যাবে মেসি ম্যাজিক

Lionel Messi: প্রতীক্ষার অবসান, অবশেষে মাঠে দেখা যাবে মেসি ম্যাজিক

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ সেপ্টেম্বরঃ দ্বিতীয়বারের জন্য কোপা আমেরিকা জয় মসৃণ হয়নি আর্জেন্টিনার। ফাইনালের মাঝে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল। ডাগ আউটে বসে কেঁদে ফেলেছিলেন আর্জেন্টিনার দলাধিনায়ক লিওনেল মেসি । সেদিন ছিল ১৫ জুলাই। তারপর কেটে গিয়েছে প্রায় দুই মাস। দেশ হোক বা ক্লাব মাঠে নামতে পারেননি আর্জেন্টিনার মহাতারকা। তিনি কবে ফিরছেন মাঠে তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন মেসি ভক্তরা। কিন্তু তাঁদের জন্য সুখবর অবশেষে মাঠে ফিরতে চলেছেন এলএমটেন।

মেসিকে নিয়ে এই আশ্বাসবাণী শুনিয়েছেন স্বয়ং ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্তিনো। তিনি জানিয়েছেন, গোড়ালির চোট থেকে প্রায় সম্পূর্ণ সেরে উঠেছেন মেসি। পাশাপাশি রবিবার ভোরে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামতে পারেন বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি। প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে মার্তিনো বলেছেন, ‘হ্যাঁ, মেসি সুস্থ হয়ে উঠেছে। শুক্রবার তিনি অনুশীলন করেছেন। পরের ম্যাচে আমাদের পরিকল্পনায় রয়েছেন তিনি। কিন্তু শনিবার অনুশীলনের পর আমরা ঠিক করব তিনি খেলবেন কিনা। এই ম্যাচের জন্য তিনি প্রস্তুত।’

মেজর লিগ সকারে বা এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। ইতিমধ্যেই প্লে–অফের টিকিটও নিশ্চিত করেছে তারা। ঘরের মাঠে তাঁদের পরের প্রতিপক্ষ ফিলাডেলফিয়া। এই ম্যাচে মেসির প্রত্যাবর্তন নিয়ে মার্তিনো বলেন, ‘মেসি বিশ্বের সেরা। তাঁকে দলে পাওয়া দারুণ বিষয়। আমরা এমনিতেই ভাল ছন্দে রয়েছি। সব মিলিয়ে পরিস্থিতি আমাদের অনুকূলে।’

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: জিনিয়াসদের মত দৃষ্টিশক্তি থাকলে নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুনঃ England vs Australia T20 Series: দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড, নতুন কীর্তি ফ্রেজার-ম্যাকগার্কের

আরও পড়ুনঃ Mohun Bagan vs Mumbai City FC: দুই গোলে এগিয়ে গিয়েও পুরনো রোগে আটকে গেল মোহনবাগান

চোটের কারণে মায়ামির হয়ে গত দুই মাসে মোট ৮টি ম্যাচ খেলতে পারেননি মেসি। এমনকি দেশের হয়ে পরের বিশ্বকাপ বাছাই পর্বেও মাঠে নামতে পারেননি। মেসির চোট নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় গুঞ্জন। আদৌ কতদিন তিনি খেলা চালিয়ে যেতে পারবেন তা ভেবে শঙ্কিত হয়ে পড়েন মেসি সমর্থকরা। তবে সব কিছুর মধ্যে সবাইকে স্বস্তি দিয়ে মাঠে ফিরছেন এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার।

About Post Author