স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ সেপ্টেম্বর: এ যেন এলেন, খেললেন, জয় করলেন। প্রায় দুই মাস পর মাঠে নেমেছিলেন লিওনেল মেসি । ইন্টার মিয়ামির হয়ে প্রত্যাবর্তন ম্যাচেই করলেন জোড়া গোল। তাও আবার মাত্র ৪ মিনিটের ব্যবধানে। এখানেই শেষ নয়। সতীর্থ সুয়ারেজকে দিয়েও একটি গোল করালেন। মেসির দাপুটে পারফরম্যান্সে পিছিয়ে থেকেও জয় পেল তাঁর ক্লাব ইন্টার মিয়ামি।
কোপা আমেরিকার ফাইনালে গুরুতর চোট পেয়েছিলেন আর্জেন্টিনার মহাতারকা। ম্যাচের মাঝপথে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। ডাগআউটে বসে অঝোরে কাঁদতে দেখা গিয়েছিল মেসিকে। তাঁকে ছাড়াই ফাইনালে জিতে টানা দ্বিতীয়বারের জন্য লাতিন আমেরিকার সেরার শিরোপা ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। তার পর মেসির মাঠে ফেরার অপেক্ষা কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। বেড়েছে শঙ্কাও। তিনি আদৌ মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়েও তৈরি হয় সংশয়। আশা আশঙ্কার দোলাচলে ফের রাজার মেজাজেই ফিরলেন লিও। ফিলাডেলফিয়ার বিরুদ্ধে তাঁর দল ইন্টার মিয়ামি জিতল ৩-১ গোলে। জোড়া গোল করে ভক্তদের বার্তা দিলেন ‘আমি এসেছি এবার তোমরা নিশ্চিন্তে ঘুমাও’।
আরও পড়ুন: Premier League: প্রিমিয়ার লিগে বড় অঘটন, ঘরের মাঠে হার লিভারপুলের, জিতল ম্যানচেস্টারের দুই ক্লাব
যদিও ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল মেসির ক্লাব। দুই মিনিটের মাথায় ফিলাডেলফিয়ার হয়ে গোল করেন মিকায়েল উহরে। কিন্তু বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি। ২৬ মিনিটে সুয়ারেজের পাস থেকে খেলায় সমতা ফেরান মেসি। একটা সময় বার্সেলোনার জার্সিতে মাঠে ফুল ফোটাতেন দুজনে। আবারও সেই দৃশ্য দেখা গেল। ৩০ মিনিটে আবার দেখা গেল বার্সা কানেকশন। বার্সার আর এক প্রাক্তন সতীর্থ জর্দি আলবার বাড়ানো পাস থেকে মিয়ামিকে এগিয়ে দেন মেসি। দেখা গেল বাঁ পায়ের সেই পুরনো ঝলক। তারপর কাঁধের কাছে হাত রেখে ঘুমোনোর ভঙ্গিমায় সেলিব্রেশন করতে দেখা গেল মেসিকে। শেষের দিকে আবার মেসি সুয়ারেজ যুগলবন্দী। উরুগুয়ের জাতীয় দলকে সদ্য অবসর নেওয়া সতীর্থকে দিয়ে ম্যাচের তৃতীয় গোলটি করালেন মেসি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ল ডেভিড বেকহ্যামের দল। এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে মেসিরা।
More Stories
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের
এশিয়া কাপে আজ আমিরশাহীর বিরুদ্ধে নামছে ভারত, জানুন সম্ভাব্য একাদশ