স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ সেপ্টেম্বর: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ছুটছে ভারতের অশ্বমেধের ঘোড়া। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে প্রতিযোগিতার শেষ চারে নিজেদের জায়গা পাকা করেছিলেন হরমনপ্রীতরা। শেষ ম্যাচে পাকিস্তানকে হারানোয় দলের মনোবলও তুঙ্গে। কিন্তু নকআউট পর্বের প্রথম ম্যাচে কোন দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে?
শনিবার ছিল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। যেখানে আয়োজক চিন মুখোমুখি হয়েছিল জাপানের। এই ম্যাচের উপর শেষ চারের অঙ্ক অনেকটা নির্ভর করেছিল। কারণ চিন এই ম্যাচে পয়েন্ট খোয়ালে পরের পর্বের টিকিট পেয়ে যেত মালেশিয়া। অন্যদিকে প্রতিযোগিতা থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে জাপান। এই ম্যাচ জিতলেও তাদের বিশেষ লাভ হত না। কিন্তু নিয়মরক্ষার ম্যাচেও আয়োজক দেশের কাছে হেরে গেল তারা। ২-০ গোলে জিতে তিন নম্বরে শেষ করে শেষ চারে পৌঁছে গেল চিন।
আরও পড়ুন: Premier League: প্রিমিয়ার লিগে বড় অঘটন, ঘরের মাঠে হার লিভারপুলের, জিতল ম্যানচেস্টারের দুই ক্লাব
দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে লড়াই করে হারলেও পরের পর্বে যাওয়া নিশ্চিত তাদেরও। পাঁচ ম্যাচের মধ্যে দুটি করে জয় ও ড্র করেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে হেরেছে। তাঁদের পয়েন্ট ৮। চার নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাঁদের সংগ্রহ ৬ পয়েন্ট। একটি জয় ও তিনটি ড্র করেছে তাঁরা। হেরেছে একটি ম্যাচ।
শেষ চারে তা হলে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভবনা রয়েছে? না। প্রতিযোগিতার নিয়ম অনুসারে ভারত খেলবে চার নম্বরে শেষ করা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। অন্যদিকে দুই ও তিন নম্বরে থাকা দল নামবে একে অপরের বিরুদ্ধে। এক্ষেত্রে সেই দুই দল হল পাকিস্তান ও চিন। সেমিফাইনালে নিজেদের ম্যাচ জিতলে ফাইনালে হতে পারে ভারত পাক মহারণ। আগামী সোমবার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। পঞ্চম স্থান নির্ণায়ক ম্যাচে একই দিনে মালেশিয়া নামবে জাপানের বিরুদ্ধে। ভারতীয় সময় দুপুর একটায় প্রথম সেমিফাইনালে খেলবে চিন ও পাকিস্তান। বিকেল সাড়ে তিনটে রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে ভারত খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচ হবে দুই সেমিফাইনালে পরাজিত দলের মধ্যে। সেই ম্যাচ থেকে তৃতীয় স্থানে কে থাকবে সেটা নির্ধারিত হবে। দুপুর সাড়ে। তিনটে দুই সেমিফাইনালের জয়ী দল মুখোমুখি হবে। যেই দল জিতবে তারাই হবে এবারের এশিয়ার সেরা হকি দল।
More Stories
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের
এশিয়া কাপে আজ আমিরশাহীর বিরুদ্ধে নামছে ভারত, জানুন সম্ভাব্য একাদশ