স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ সেপ্টেম্বরঃ রক্ষণের রোগ সারাতে আরও এক বিদেশি ডিফেন্ডারকে সই করাল মোহনবাগান। পর্তুগালের হয়ে যুব বিশ্বকাপ খেলা নুনো মিগুয়েল পেরেইরা রেইসের সঙ্গে চুক্তি করল সবুজ মেরুন ব্রিগেড। মহামেডানে প্রায় পাকা হয়ে গিয়েছিলেন এই বিদেশী। তারপর অনেকটা চমক দিয়ে পড়শি ক্লাবের মুখের গ্রাস কেড়ে নিল গতবারের আইএসএল লিগ শিল্ড জয়ীরা।
আনোয়ার মোহনবাগান ছাড়ার পর রক্ষণে শূন্যতা তৈরি হয় মোহনবাগানের। ডুরান্ড কাপ ফাইনালে দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয় হোসে মোলিনার দলকে। মনে করা হয়েছিল আইএসএলের আগে দলকে গুছিয়ে নেবেন মোহন হেডস্যার। কিন্তু লিগের প্রথম ম্যাচেই আবার ডুরান্ড কাপের অ্যাকশন রিপ্লে দেখা যায়। গতবারের আইএসএল জয়ী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করে ম্যারিনার্সরা। দলে দুই বিদেশী টম অ্যালড্রেড ও আলবার্তো রদ্রিগেজ যোগ দিয়েছেন। কিন্তু তাঁরা এখনও দলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। দুই বিদেশী যে শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ নয় সেটাও ম্যাচে টের পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন ডিফেন্ডারের সন্ধানে ছিল মোহন ম্যানেজমেন্ট। তারপরেই নুনোকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ Lionel Messi: প্রত্যাবর্তনেই বাঁ পায়ের ম্যাজিক, মেসির জোড়া গোলে জয় ইন্টার মিয়ামির
মহম্মদ কাদিরি চোট পাওয়ায় পর নুনো রেইসের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছিল মহামেডান স্পোর্টিং। কলকাতার এই প্রধান ক্লাবের চলতি আইএসএলে অভিষেক ঘটবে সোমবার। তারাও ভাল দল গড়তে মরিয়া। সেইমত মেলবোর্ন সিটি এফসির অভিজ্ঞ এই ফুটবলারকে একপ্রকার চূড়ান্ত করে ফেলে সাদা কালো ব্রিগেড। কিন্তু শেষ মুহূর্তে প্রায় চুপিসারে পড়শি ক্লাবের মুখের গ্রাস ছিনিয়ে নিল মোহনবাগান। রবিবার সমাজমাধ্যমে নুনোর দলে যোগ দেওয়ার খবর জানানো হয়েছে। এই ফুটবলার মোহনবাগানের আর এক বিদেশি জেমি ম্যাকলারেনের সঙ্গে আবার জুটি বাঁধতে চলেছেন।
আরও পড়ুনঃ Premier League: প্রিমিয়ার লিগে বড় অঘটন, ঘরের মাঠে হার লিভারপুলের, জিতল ম্যানচেস্টারের দুই ক্লাব
সুইজারল্যান্ড ও পর্তুগালের দ্বৈত নাগরিকত্ব রয়েছে নুনো রেইসের। স্পোর্টিং লিসবনের থেকে তাঁর উত্থান। যেই ক্লাবে খেলেছেন লুই ফিগো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ন্যানির মত পর্তুগিজ কিংবদন্তি ফুটবলাররা। গত তিন বছর ধরে তিনি খেলছেন অস্ট্রেলিয়া লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসিতে। যেই ক্লাবের হয়ে চারবার এ লিগে সোনার বুট পেয়েছেন মোহনবাগানের নতুন বিদেশী জেমি ম্যাকলারেন। পরপর তিন বছর এ লিগ প্রিমিয়ারশিপ ও ২০২০-২১ মরশুমে এ লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। পর্তুগাল ও অস্ট্রেলিয়ায় ছাড়া বেলজিয়াম, গ্রিস, বুলগেরিয়া, ফ্রান্সের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। পর্তুগালের যুব দলের হয়ে নিয়মিত খেলেছেন নুনো। ২০১১ সালে দেশের হয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় ফাইনালে ওঠে তাঁর দেশ। এই অভিজ্ঞ ফুটবলারকে নিয়ে ইতিমধ্যে উন্মাদনা তৈরি হয়েছে মহামেডান সমর্থকদের মধ্যে।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের