স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ সেপ্টেম্বর: লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ । শনিবার রিয়াল সোসিয়েদাদকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিলেন কার্লো আন্সেলোত্তির ছেলেরা। আবারও নতুন ক্লাবের স্কোরবোর্ডে নিজের নাম তুললেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিলিয়ান এমবাপ্পে। তাঁর ও ভিনিসিয়াস জুনিয়রের গোলেই জয় পেয়েছে ম্যারেংগুয়েসরা।
আরও পড়ুন: Premier League: প্রিমিয়ার লিগে বড় অঘটন, ঘরের মাঠে হার লিভারপুলের, জিতল ম্যানচেস্টারের দুই ক্লাব
যদিও এই জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে রিয়ালকে। অ্যানোয়েটায় প্রথমার্ধে তাদের বেশ বেগ দিয়েছিল স্বাগতিকরা। ২৫ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন লুকা সুসিক। কিন্তু তা পোস্টে ধাক্কা খেয়ে ফেরে। ৩৬ মিনিটে শেরাল্ডো বেকারের শট একই ভাবে পোস্টে লাগে। দুটি শটের মধ্যে পোস্ট অন্তরায় হয়ে না দাঁড়ালে বিপদ বাড়তে পারত আন্সেলোত্তি ব্রিগেডের। অন্যদিকে রিয়ালের গোলের খাতা খোলার মুখে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় সোসিয়েদাদের গোলরক্ষক রোমারো। ১৮ মিনিটের মাথায় প্রথমে এমবাপ্পের শট আটকে দেন। ২৯ মিনিটে রুডিগারের হেডারও তাঁর গ্লাভসে প্রতিহত হয়। প্রথমার্ধে কোনও দল গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের চাপে পড়ে যায় রিয়াল। সুসিকের বাঁ পায়ের দুরন্ত শট আবারও ক্রসবারে লেগে ফিরে আসে। ৫৭ মিনিটে আর্দা গুলারের শট সোসিয়েদাদের মিডফিল্ডার গোমেসের হাতে লাগে। পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি ভিনিসিয়াস। ৭৫ মিনিটে আবারও পেনাল্টি আদায় করে নেয় রিয়াল। বক্সে ভিনিকে একজন ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এবার স্পটকিক থেকে বল জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। লিগের প্রথম তিন ম্যাচে গোল না পেলেও গত দুই ম্যাচে তিন গোল পেয়েছেন তিনি।
এই জয়ের ফলে দুইয়ে রিয়াল মাদ্রিদ । তাঁদের পয়েন্ট ১১। পাঁচ ম্যাচে তিনটি জয় ও দুটি ড্র করেছে আন্সেলোত্তি বাহিনী। চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট পেয়ে শীর্ষে বার্সেলোনা।
More Stories
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের
এশিয়া কাপে আজ আমিরশাহীর বিরুদ্ধে নামছে ভারত, জানুন সম্ভাব্য একাদশ