সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বর : বারাসাতের ” কিডন্যাপার ” কাউন্সিলার গ্রেফতার। আরজিকর কাণ্ডের মাঝেও ধামাচাপা পড়ল না বারাসাত পুরসভার কাউন্সিলরের কুকীর্তির অভিযোগ । সূত্রের খবর অনুযায়ী,অতীতে ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দু দফায় কিডন্যাপ করার অভিযোগে গ্রেফতার করা হল বারাসাতের এক কাউন্সিলরকে। সূত্রের খবর,ব্যবসায়ী অপহরণের অভিযোগে ধৃত কাউন্সিলর বারাসাতের তৃণমূল নেতা মিলন সর্দার। সিআইডি বৃহস্পতিবার বারাসাত থেকে মিলন সর্দারকে গ্রেফতার করে। তাঁর বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । অভিযোগ, খড়দা থানা এলাকার ব্যবসায়ীকে দু দফায় অপহরণ করে ৯ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়। তৃতীয় দফায় আবার একই ব্যক্তিকে আবার অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণের পরিকল্পনা করে ফেঁসে যায় অপহরণকারীরা। সূত্রের খবর,যারা এই অপহরণকারী দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত তার অন্যতম মাথা বারাসাতের কাউন্সিলর মিলন সর্দার ।অভিযোগ, ব্যবসায়ীকে কাউন্সিলারের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসাতে আটকে রাখা হয়েছিল। প্রথম দফায় ৬ কোটি এবং পরের দফায় ৩ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

তৃণমূল কংগ্রেস যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলন সরদারকে দল থেকে বহিষ্কার করেছে।বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বৃহস্পতিবার মিলন সরদার গ্রেফতার হওয়ার পরে তাকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়ে বলেছেন , তৃণমূল করার অন্যতম প্রধান শর্ত স্বচ্ছতা। বিষয়টি জানতে পারা মাত্র কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অতি লোভে তাঁতি নষ্ট। সূত্রের খবর, সোনার ডিম পাড়া রাজঁহাস কাটতে গিয়েই সিআইডির জালে পড়েছেন মিলন সর্দার ও অপহরণকারীরা। আদতে অভিযোগ কী?

বারাসাতের তৃণমূল কাউন্সিলার মিলন সর্দার ও তাঁর দলবল যাকে অপহরণ করে তিনি একদা ছিলেন ত্রিপুরার বড় মাপের ব্যবসায়ী এবং ত্রিপুরার এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। সাম্প্রতিক অতীতে ত্রিপুরা থেকে কলকাতায় চলে আসেন তিনি । তাঁকে ২০২২ ও ২০২৩ সালে অপহরণ করে পর্যায়ক্রমে ৬ কোটি ও ৩ কোটি টাকা মুক্তিপণ হিসেবে আদায় করে অপহরণকারীরা। দু দফায় মুক্তিপণ হিসাবে ৯ কোটি টাকা সফলভাবে আদায় করে পেয়ে লোভ বেড়ে যায় অপহরণকারীদের, তৃতীয় দফায় তাঁকে অপহরণ করে আবার ২কোটি টাকা মুক্তিপনের পরিকল্পনা করলেও তৃতীয়বার সিআইডির হাতে ধরা পড়তে হয় বারাসাত পুরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরদার ও অপহরণকারীদের। সূত্রের খবর অনুযায়ী,এই অপহরণকারী দলের সঙ্গে আরও বড় রাঘব বোয়ালের এমনকি পুলিশ প্রশাসনের এক ব্যক্তির যোগ সূত্রের ইঙ্গিত মিলেছে যা খতিয়ে দেখছে সিআইডি।।


More Stories
কথায় আছে, নাম দিয়ে যায় চেনা ! দিদি ‘মমতা’ ভাই ‘নরেন্দ্র মোদি’
পানিহাটির পর কোচবিহার,SIR আতঙ্কে রাজ্যে আরও একজনের আত্মহত্যার চেষ্টার অভিযোগ
পানিহাটি থেকে স্লোগান তুললেন অভিষেক, ‘জাস্টিস ফর প্রদীপ কর’