Home » Lionel Messi: আমেরিকা ছেড়ে কি এবার রোনাল্ডোদের সৌদি লিগে মেসি?

Lionel Messi: আমেরিকা ছেড়ে কি এবার রোনাল্ডোদের সৌদি লিগে মেসি?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ  ইন্টার মিয়ামির সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন করতে চলেছেন লিওনেল মেসি? গত বছর অনেক ঘটা করে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলে নিয়েছিল আমেরিকার ক্লাবটি। মেসির হাত ধরেই গতবছর প্রথমবারের জন্য লিগ কাপ ঘরে তোলে ডেভিড বেকহ্যামের দল। কিন্তু বছর ঘুরতেই আবারও মেসির দলবদল নিয়ে শুরু হয়েছে জল্পনা। আমেরিকা ছেড়ে কোন দেশের ক্লাবে যোগ দেবেন এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার? ফিরে যাবেন নিজের প্রাক্তন ক্লাব বার্সেলোনায়? আবারও ন্যু ক্যাম্পে মেসির নামে জয়ধ্বনি শোনা যাবে? নাকি নিজের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে অনুসরণ করবেন তিনি? মোটা টাকার প্রস্তাবে সায় দিয়ে চলে যাবেন সৌদি আরবের লিগে?

তিনি যে বার্সেলোনা ছাড়তে পারেন এমনটা কল্পনাও করতে পারেননি অনেকে। ২০২১ সালে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল ক্লাব ফুটবলার দুই পক্ষকেই। বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জাতে যোগ দিয়েছিলেন মেসি।  স্পেনের ক্লাবে অর্থনৈতিক ডামাডোল না হলে হয়তো ঘরের ছেলেকে ধরে রাখতেন বার্সা কর্তারা। প্যারিসে গিয়ে চেনা ছন্দে পাওয়া যায়নি মেসিকে। অচেনা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হয়েছে। তাঁকে নিয়ে সমর্থকদের মধ্যেও ক্ষোভ বেড়েছে। ২০২৩ সালে প্যারিসকে বিদায় জানিয়ে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। ঘটনাসূত্রে যেই ক্লাবের মালিক কংবদন্তী ফুটবলার ডেভিড বেকহ্যাম। মেসি প্যারিস ছাড়ার সময় তাঁকে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাব। কিন্তু মরুদেশ নয় মেসি বেছে নিয়েছিলেন আমেরিকাকে। মেসির সৌজন্যে প্রচারের আলোয় চলে আসে ফুটবলকে সকার বলা দেশের ক্লাব ফুটবল লিগ। মেসির দেখানো পথে পরবর্তী সময় আমেরিকার পথে পাড়ি জমান লুই সুয়ারেজ, সের্জিও বুস্কেটস, জর্ডি আলবার মত মেসির প্রাক্তন সতীর্থরা। কিন্তু এবার জল্পনা চলছে মেসি নাকি আমেরিকা ছাড়বেন!

আরও পড়ুনঃ OPTICAL ILLUSIONS: প্রখর দৃষ্টিশক্তি দিয়ে ৫০ সেকেন্ড সময়ে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করুন

২০২৫ সালে আমেরিকার ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আমেরিকার ক্লাবে। তারপর আমেরিকা ছাড়তে পারেন মেসি। তবে বার্সেলোনায় ফিরবেন না তিনি, যাবেন না সৌদি লিগেও। তা হলে? নিজের পুরনো একটি সাক্ষাৎকারে মেসি স্বয়ং জানিয়েছিলেন ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলে ফুটবলকে বিদায় জানাবেন তিনি। সূত্রের খবর আমেরিকা ছাড়লে আর্জেন্টিনার ক্লাবে ফিরবেন ফুটবলের জাদুকর। যেখানে ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত যেই ক্লাবে তিনি খেলেছেন। মেসি যদি সত্যি নিজের পুরনো ক্লাবে ফেরেন তা হলে তাঁর জীবনের একটি বৃত্ত সম্পন্ন হবে।

About Post Author