স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ সেপ্টেম্বর: আইপিএল-২০২৫ এর আসন্ন নিলাম নিয়ে চলছে জোর জল্পনা। একটি ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, সেই সংক্রান্ত কোনও নির্দেশিকা এখনও প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সূত্রের খবর, বিসিসিআই গতবারের দল থেকে ৬ জনের বেশি ক্রিকেটারকে পরের মরশুমে রেখে দেওয়ার অনুমতি দেবে না। ‘রাইট টু ম্যাচ’ কোটা যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু কিছু দলের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হতে পারে। আশা করা যাচ্ছে তাঁদের ৮ জন ক্রিকেটারকে রাখার অনুমতি দিতে পারে বোর্ড।
আরও পড়ুনঃ Manchester City: চাপ বাড়ল গুয়ার্দিওলার, গোটা মরশুমের জন্য ছিটকে গেলেন ম্যানচেস্টার সিটি তারকা
সূত্রের খবর, এবার বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে নিলামে দেখা যেতে পারে। তার মধ্যে দেশের পাশাপশি বিদেশের ক্রিকেটাররাও রয়েছেন। একনজরে চোখ রাখা যাক কারা রয়েছেন সেই তালিকায়:
গ্লেন ম্যাক্সওয়েল (বিদেশি): অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটারকে এ বার ছেড়ে দিতে পারে বেঙ্গালুরু। ভারতের মাটিতে বিশ্বকাপে ঝড় তুললেও শেষ আইপিএলে ভাল খেলতে পারেননি ম্যাক্সি। তাই ১৪.২৫ কোটির ক্রিকেটারকে রেখে দিতে ইচ্ছুক নয় আরসিবি শিবির। তাঁদের বিশ্বাস ম্যাক্সওয়েলের মত অলরাউন্ডার দলে রয়েছেন।
ফাফ ডুপ্লেসি (বিদেশী): বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার পর বেঙ্গালুরু তাঁকে অধিনায়ক করেছিল। কিন্তু এখনও আইপিএলের কাঙ্খিত ট্রফিটি ঘরে তোলা হয়নি। এবার অধিনায়ক পরিবর্তনের পথে হাঁটতে পারে দল। এমনিতেও বয়স ৪০ তাই আগের মত সেই ফর্ম নেই প্রোটিয়া ব্যাটারের। এবার তাঁর পরিবর্তে কাকে অধিনায়ক করা হয় সেটাই দেখার।
আরও পড়ুনঃ Mohun Bagan: দল জিতলেও স্বস্তি নেই বাগান শিবিরে, চিন্তা বাড়াচ্ছে রক্ষণ
ভেঙ্কটেশ আয়ার: বোর্ডের সঙ্গে আইপিএল দলগুলির মালিকদের বৈঠকে ধরে রাখা ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর কথা বলেছিলেন নাইট রাইডার্স মালিক শাহরুখ খান। তাঁর দাবি ছিল অনেক কষ্ট করে ক্রিকেটারদের একত্রিত করে দল গড়তে সময় লাগে। কিন্তু এই নিয়মের জন্য ক্রিকেটারদের ধরে রাখা সম্ভব হয় না। জানা গিয়েছে নাইট রাইডার্স এবার ছেড়ে দিতে পারে বাঁ হাতি ব্যাটার ভেঙ্কটেশ আয়ারকে। গত মরশুমে ভাল খেললেও তাঁকে ধরে রাখতে পারবে না কেকেআর।
লোকেশ রাহুল: ইতিমধ্যে ভারতীয় টি টোয়েন্টি দলে অনিয়মিত হয়ে পড়েছেন। এবার তাঁর আইপিএল দলও তাঁকে ছেড়ে দেওয়ার পথে হাঁটতে পারে। লখনউ ফ্র্যাঞ্চাইজি তাঁদের অধিনায়ক নিয়ে খুশি নয়। গত বার ম্যাচের মধ্যেই তাঁকে ধমক দিতে দেখা গিয়েছিল লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। তারপর ঘনিষ্ঠ মহলে দল ছাড়ার কথা জানিয়ে দেন রাহুল।
রোহিত শর্মা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল অধিনায়ক হিটম্যান। তাঁর নেতৃত্বে পাঁচবার প্রতিযোগিতার সুদৃশ্য ট্রফি ঘরে তুলেছে মুম্বই। কিন্তু গতবার তাঁকে সরিয়ে গুজরাট থেকে হার্দিক পান্ডিয়াকে দলে নিয়ে অধিনায়ক করা হয়। তারপরেই ড্রেসিং রুম দুটি শিবিরে ভাগ হয়ে যায় বলে অনেক সূত্র দাবি করে। এমনকি রোহিত নিজেও বিষয়টিতে অপমানিত বোধ করেন। তাই এবারের নিলামে সব থেকে বড় চমক হলেন ভারত অধিনায়ক স্বয়ং।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের