Home » FC Barcelona: গেটাফেকে হারিয়ে লা লিগায় সাতে সাত বার্সেলোনার

FC Barcelona: গেটাফেকে হারিয়ে লা লিগায় সাতে সাত বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ সেপ্টেম্বরঃ লা লিগায় দুর্বার গতিতে ছুটছে বার্সেলোনার বিজয় রথ। বুধবার রাতে ঘরের মাঠে তারা ১-০ গোলে হারিয়ে দিয়েছে গেটাফেকে। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। প্রতিযোগিতার প্রথম সাত ম্যাচের সবকটিতে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। এই মুহূর্তে লিগ শীর্ষে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্টের ব্যবধান গড়ে ফেলেছেন ল্যামিন ইয়ামালরা।

একদিকে বার্সেলোনা যখন পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তখন অবনমন বাঁচানোর লড়াই করছে গেটাফে। এরকম একটি দলের বিরুদ্ধে বড় জয় আশা করেছিলেন বার্সা সমর্থকেরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপটও দেখায় মেসির পুরনো ক্লাব। কিন্তু ফুটবল মাঠে শেষ কথা বলে গোল। সেটি পেতেই কালঘাম ছুটে যায় রাফিনহা, লেভানডস্কিদের। ম্যাচের ৯০ মিনিট ৭৮ শতাংশ বলের দখল রেখেও বার্সা শিবিরকে মাঠ ছাড়তে হল নামমাত্র গোল করেই। ১৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রবার্ট লেভানডস্কি। যদিও গোলটি হয় গেটাফে গোলরক্ষক সোরিয়ার ভুলে। ডান প্রান্ত থেকে ক্রস বাড়ান জুলেস কুন্ডে। সেই বলকে বিপদমুক্ত করতে গিয়ে উল্টে বিপদ ডেকে আনেন সোরিয়া। বল চলে যায় লেভানডস্কির পায়ে। বক্সের মধ্যে ওই রকম সুযোগ পেয়ে ভুল করেননি তিনি। এই নিয়ে চলতি লিগে সাত ম্যাচে সাত গোল করে ফেললেন পোল্যান্ডের তারকা ফুটবলার। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও সতীর্থ রাফিনহার থেকে এগিয়ে রয়েছেন দুই গোলে। দুজনেই পাঁচটি করে গোল করেছেন।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: দৃষ্টিশক্তি তুখড় হলে নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে তিনটি পার্থক্য খুঁজে দেখান

প্রথমার্ধের কুড়ি মিনিটের মধ্যে গোল পেয়ে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় বার্সেলোনা। দুই প্রান্ত ধরে বারবার বিপক্ষের বক্সের কাছে পৌঁছে যাচ্ছিলেন ইয়ামাল, রাফিনহা, পাবলো টোরেরা। কিন্তু তাঁদের সব প্রয়াস বিপক্ষের বক্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে মাঠ ছাড়তে হয় কাতালান ব্রিগেডকে। লিগের শেষ ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানকে। তাঁর জায়গায় এদিন খেলেন দলের দ্বিতীয় গোলরক্ষক ইনাকি পেনা। তিনি প্রথম দলে সুযোগ পেয়ে নির্ভরতা দিলেন। ২০১৩-১৪ মরশুমে লিগের প্রথম আটটি ম্যাচে জিতে নজির গড়েছিল বার্সেলোনা। লিগে তাদের পরবর্তী ম্যাচে ওসাসুনাকে হারালেই সেই নজির ছুঁয়ে ফেলবেন লেভানডস্কিরা।   

About Post Author