সময় কলকাতা ডেস্ক:- ৪০ বছর পর শাপমুক্তি ভোপালবাসীর ।কেটে গিয়েছে চার দশক। এখনো অভিশপ্ত দিনের স্মৃতি বয়ে নিয়ে চলেছে ভোপাল। আজও সেখানে শিশু জন্মায় বিভিন্ন সমস্যা সঙ্গে নিয়ে। এতদিন পর্যন্ত সেই ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দুঃসহ স্মৃতি রয়ে গিয়েছিল ভোপালের বুকে। ৪ দশক পর সেই শাপ থেকে মুক্তি পাচ্ছে ভোপালবাসী। ভোপাল থেকে পুরোপুরি সরল গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য।
ইউনিয়ন কার্বাইডের পরিত্যক্ত কারখানাতেই এতদিন পড়েছিল ওই ৩৩৭ টন কেমিক্যাল বর্জ্য। মিথাইল আইসোসায়ানেট ছড়িয়ে পড়ার পর এতদিন ওই রাসায়নিক বর্জ্য সরানো যায়নি। অবশেষে সেটা ইউনিয়ন কার্বাইডের কারখানার স্থল থেকে সরল বিষাক্ত কেমিক্যাল বর্জ্য। ১২টি ‘লিক প্রুফ’ এবং আগুন ধরবে না এমন কন্টেনারে এই বর্জ্য নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি কন্টেনারে ৩০ টন করে বর্জ্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ১০০ শ্রমিক এই বর্জ্য সরানোর কাজ করেছেন। প্রত্যেক শ্রমিককে ৩০ মিনিট করে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কারণ ওই রাসায়নিক বর্জ্যের কাছে ৩০ মিনিটের থেকে বেশিক্ষণ থাকা বিপজ্জনক।
এই বর্জ্য সরানোর জায়গা এবং সেখান থেকে নিয়ে যাওয়ার রাস্তায় আশেপাশে ২০০ মিটার এলাকায় কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি করা হয়েছিল। অন্তত ১ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। ওই ১২টি গাড়ি রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য ২৫টি গাড়ির কনভয় তৈরি করা হয়। যে কনভয়ে ছিলেন চিকিৎসক-নার্সরা। ওই রাসায়নিক বর্জ্য পিথমপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ওই রাসায়নিক বর্জ্য নষ্ট করা হবে। প্রশাসন ওই বর্জ্য পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা নিয়েও আতঙ্কে রয়েছে প্রশাসন।
৪০ বছর আগে ১৯৮৪ সাল, অভিশপ্ত ডিসেম্বর মাসের ২ ও ৩ তারিখের মধ্যবর্তী কোনও এক সময় মধ্যরাতে আচমকাই ছড়িয়ে পড়তে থাকে মিথাইল আইসোসায়ানেট। তারপর ঘটতে থাকে একের পর এক মর্মান্তিক ঘটনা। অসংখ্য অজস্র নিরীহ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সরকারি হিসেবে মৃতের সংখ্যা হাজার চারেকের মধ্যে। কিন্তু বেসরকারি মতে, আসল সংখ্যাটা অনেক বেশি। একটা হিসেবে বলছে সংখ্যাটা অন্তত ২৫ হাজার! ওখানেই শেষ নয়। সর্বকালের সবচেয়ে ভয়াবহ শিল্প বিপর্যয়ের নিকষ কালো অন্ধকার আজও বয়ে নিয়ে চলেছে অসংখ্য মানুষ। বহু মানুষ ছিল জীবনের মতো দৃষ্টি শক্তি হারায়। মারা যায় অসংখ্য গবাদি পশু। আজও সেখানে নতুন সন্তান জন্মায় কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে।


More Stories
SIR বা বিশেষ নিবিড় সংশোধন বঙ্গ সহ ১২ রাজ্যে জারি করল নির্বাচন কমিশন
যোগীরাজ্যে একের পর এক খুন হচ্ছেন সাংবাদিক, এবার খুন প্রয়াগরাজে
ট্রেনে পাথর ছোড়া বন্ধ করতে কোমর বেঁধে নামছে রেল