Home » আম্বেদকরকে-হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে জনমত গঠনে দেশজুড়ে আন্দোলনে নামবে কংগ্রেস

আম্বেদকরকে-হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে জনমত গঠনে দেশজুড়ে আন্দোলনে নামবে কংগ্রেস

সময় কলকাতা ডেস্ক:- আম্বেদকরের অপমানের প্রতিবাদ এবং সংবিধান রক্ষার অঙ্গীকার নিয়ে শুক্রবার থেকে দেশজুড়ে কর্মসূচি শুরু করলো কংগ্রেস। নাম দেওয়া হয়েছে ‘জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান র‌্যালি।’ আগামী এক বছর দেশের প্রতিটি প্রান্তে মিছিল, মিটিং করে বিজেপির বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করবে হাত শিবির।

দীর্ঘদিন ধরে সেভাবে দেশজুড়ে গণআন্দোলনে নামেনি কংগ্রেস। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় দেশের বিভিন্ন প্রান্তের কংগ্রেস কর্মীরা পথে নেমেছিলেন বটে, কিন্তু একত্রে বিজেপির বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে দেশজুড়ে কোনও গণআন্দোলন দীর্ঘদিন গড়ে তুলতে পারেনি হাত শিবির। এই পরিস্থিতিতে জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান র‌্যালিতে আদৌ সাড়া মেলে কিনা, সেটাই দেখার।

কংগ্রেস সূত্রের খবর, এই জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান র‌্যালি চলবে একবছর। ২৬ জানুয়ারি ভারতীয় গণতন্ত্রের ৭৫তম বর্ষ। সেদিন আম্বেদকরের জন্মস্থান মহুতে সংবিধান বাঁচাও র‌্যালি করবে কংগ্রেস। ২০২৬ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে চলবে সংবিধান বাঁচাও রাষ্ট্রীয় পদযাত্রা। দেশের প্রতিটি জেলা, প্রতিটি ব্লকে ওই মিছিল হবে।

গত ২৬ ডিসেম্বর কর্ণাটকের বেলগাভিতে বসে ছিল কংগ্রেসের বর্ধিত কর্মসমিতির বৈঠক। তার পরদিনই হওয়ার কথা ছিল জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান র‌্যালির। অথচ তার আগে, ২৫ তারিখ রাতেই প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। তাই স্থগিত করে দেওয়া সেই র‌্যালি। ঠিক হয় জাতীয় শোক মিটলে বেলগাভির র‌্যালি হবে। যেখানে ফের কংগ্রেস সরব হবে সংবিধান প্রণেতা ড. ভীমরাও আম্বেদকরের প্রতি অপমানজনক মন্তব্য করায় অমিত শাহের পদত্যাগের দাবিতে। তারপরই দেশজুড়ে শুরু হবে ‘জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান ‘র‍্যালি ।

About Post Author