Home » কেজরিওয়াল-অতসীর বিরুদ্ধে ২ হেভিওয়েট প্রার্থী, প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

কেজরিওয়াল-অতসীর বিরুদ্ধে ২ হেভিওয়েট প্রার্থী, প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

সময় কলকাতা ডেস্ক:- অবশেষে দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। নির্বাচনে এখনও অন্তত দেড়মাস বাকি। তবু বিজেপির প্রার্থী তালিকা ঘোষণাকে বিলম্বিত বলেই মনে করা হচ্ছে। কারণ, রাজধানীতে বিজেপির প্রধান দুই প্রতিপক্ষ কংগ্রেস এবং আপ, দুই শিবিরই প্রার্থী তালিকা ঘোষণা করে কেন্দ্র ধরে ধরে প্রচার শুরু করেছে।

মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে কালকাজি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে হেভিওয়েট নেত্রী অলকা লম্বাকে। ওই কেন্দ্রেই বিজেপি আবার প্রার্থী করল সংসদে ঘৃণাভাষণ দেওয়ার অভিযোগে দুষ্ট রমেশ বিদুরীকে। ২০২৪ পর্যন্ত রমেশ দক্ষিণ দিল্লির সাংসদ ছিলেন। সংখ্যালঘু সাংসদ দানিশ আলিকে নিয়ে বিতর্কিত মন্তব্য না করলে হয়তো এবারও টিকিট পেতেন। এবার ওই হেভিওয়েট নেতা লড়বেন অতিশীর বিরুদ্ধে। এর বাইরে প্রাক্তন আপ নেতা তথা কেজরিওয়ালের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু কৈলাস গেহলটকে বিজেপি প্রার্থী করেছে বীজওয়াসন কেন্দ্র থেকে। প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী অরবিন্দর সিং লাভলি লড়বেন গান্ধীনগর কেন্দ্র থেকে।

নয়াদিল্লি কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়বেন প্রবেশ বর্মা। প্রবেশ বর্মা ২০২০-২১ দিল্লি দাঙ্গায় অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। ‘গোলি মারো শালোকো’ স্লোগান দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। ওই কেন্দ্রেই কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে। ফলে নিজের কেন্দ্রেই কঠিন লড়াইয়ের মুখে আপ সুপ্রিমো।

দেরিতে প্রার্থী তালিকা ঘোষণা করলেও চমকের অভাব নেই বিজেপির তালিকায়। প্রথম তালিকায় ৭০ আসনের মধ্যে ২৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি প্রবেশ বর্মা, আর প্রাক্তন বিজেপি সাংসদ রমেশ বিদুরি। এরা দুজনেই ঘৃণা ভাষণে অভিযুক্ত। সংখ্যালঘু বিরোধী মন্তব্যের জন্য দেশ জুড়ে এদের নিয়ে রীতিমতো বিতর্ক হয়েছে।

About Post Author