Home » প্রতীক্ষার অবসান ঘরে ফিরলেন ভারতের ৯৫, বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবী

প্রতীক্ষার অবসান ঘরে ফিরলেন ভারতের ৯৫, বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবী

সময় কলকাতা ডেস্ক:- অবেশেষে দেশে ফিরলেন ভারতের ৯৫ জন এবং বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবী। বঙ্গোপসাগরের উপর আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হয়। ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি জেলে এবং ওপার বাংলায় থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে নিজেদের হেফাজতে নিয়েছে দুই দেশের উপকূলরক্ষী বাহিনী। নিয়ম মেনেই এদিন বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয়।

সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, কাকদ্বীপ থেকে ১২ জন ও ওড়িশায় উপকূল থেকে ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছিল জল সীমানা অতিক্রম করার অপরাধে। অন্যদিকে, ওপার বাংলার জেল আটক হয়েছিলেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। তাঁদের অধিকাংশের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানায়। অবশেষে যে যার দেশে ফিরে গেলেন দুই দেশের উপকূল রক্ষীবাহিনী ও প্রশাসনের সহযোগিতায়। নতুন বছরের প্রথম সপ্তাহে মুক্তি পেলন দুই দেশের মৎস্যজীবীরা। স্বভাবতই প্রিয়জনরা ঘরে ফেরায় চিন্তার মেঘ কেটে উৎসবের পরিবেশ কাকদ্বীপ, নামখানার মৎস্যজীবী পরিবারগুলিতে।

গত অক্টোবর ও নভেম্বর মাসে বাংলাদেশ জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগে আটক করা হয় ডায়মন্ড হারবারের ৬ টি ট্রলারকে। গ্রেপ্তার হন ৯৫ জন জেলে। পটুয়াখালিতে নিয়ে গিয়ে তাঁদের জেলবন্দি করা হয়, অনুপ্রবেশের মামলাও দায়ের হয়। অন্যদিকে, জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় আটক করা হয় ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবী এবং তাঁদের দু’টি ভেসেলকে।

About Post Author