Home » বড় খবর ,এবার আকাশ পথে বিমানে বসেও পাবেন ওয়াই-ফাই সার্ভিস

বড় খবর ,এবার আকাশ পথে বিমানে বসেও পাবেন ওয়াই-ফাই সার্ভিস

আকাশ পথে বিমানে বসেও ওয়াই -ফাই সার্ভিস!টাটা গোষ্ঠীবিএসএনএল ঢুকবার পরও বিএসএনএলের হাল ফিরছে না। কিন্তু টাটা দের হাতে চলে যায় এয়ার ইন্ডিয়া তাদের বিমান পরিষেবায় প্লেনে বসে ওয়াইফাই সার্ভিস চালু করে তাক লাগিয়ে দিয়েছে। নির্বাচিত কিছু পরিষেবার ক্ষেত্রে এই ওয়াইফাই সার্ভিস দেওয়া ইতোমধ্যেই চালু হয়ে গেছে। গত পয়লা জানুয়ারি থেকে এয়ার ইন্ডিয়া তে এই সার্ভিস চালু হয়েছে। এয়ার বাস ৩৫০ এয়ার বাস ৩২১ এবং বোয়িং৭৮৭-৯ পরিষেবা গুলির ক্ষেত্রে এই ওয়াইফাই সার্ভিস  প্লেনের সিটে বসে পাওয়া যাবে। আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু করবার আগে নিউইয়র্ক লন্ডন সিঙ্গাপুর এর মতো রুটে ওয়াইফ পরিষেবার ট্রায়াল রান চালিয়েছিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পরীক্ষামূলক ভাবে পরিষেবা দেওয়ায় সাফল্য আসবার পরেই ‌ নিয়মিত কিছু বাছাই করা উঠে এই পরিষেবা চালু করা হয়ে গেছে।এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন প্রাথমিকভাবে এই পরিষেবা বিনামূল্যে চালু করা হচ্ছে। শুল্ক ধার্য করবার ব্যাপারটা পরে ভাবা হবে। এই পরিষেবায় লগইন করবার পদ্ধতিও খুবই সহজ। শুধুমাত্র বিমান টিকিটের পিএনআর নম্বর এবং নিজের লাস্ট নেম দিয়ে লগইন করা যাবে। এয়ার ইন্ডিয়ারে সাফল্যপ্রযুক্তি মহলে হইচই ফেলে দিয়েছে। কারণ এলেন মাস্কের মতো আইটি জায়েন্টরাও এখন অবধি এই পরিষেবা চালু করে উঠতে পারেনি।

About Post Author