সময় কলকাতা ডেস্ক:- নরেন্দ্র মোদী এবার ছাড়তে চলেছেন বিজেপির তথা সংসদের নেতৃত্বের পদ। মোদির ৭৫ বছর বয়স হয়ে গেলেই প্রধানমন্ত্রীত্ব ছাড়তে হবে তাকে। সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতেই নরেন্দ্র মোদী নাগপুরে এসে সংঘ প্রদানের সঙ্গে বৈঠক করেছেন।
শিবসেনা গোষ্ঠীর সাংসদ উদ্ধব ঠাকরে এবং বিশিষ্ট নেতা সঞ্জয় রাউত সোমবার এই মন্তব্য করেছেন।
উল্লেখ্য, রবিবার নরেন্দ্র মোদি বৈঠক করেন নাগপুরে আরএসএস-এর সদর দপ্তরে গিয়ে।
সঞ্জয় রাউতের আরও দাবি এবার প্রধানমন্ত্রী হবে মহারাষ্ট্র থেকে। তিনি আরও বলেন আরএসএস শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনের ব্যাপারেও নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছে।
উল্লেখ্য, এর আগে বিজেপির নেতৃত্ব নিয়ে মোদি-শাহ জুটির এবং আরএসএস এর মধ্যে পার্থক্যর কথা প্রকাশ্যে আসছিল। নরেন্দ্র মোদী চাইছিলেন তার রাজনৈতিক উত্তরাধিকার অমিত শাহ-র হাতে তুলে দিতে।
কিন্তু রাজনৈতিক সূত্রের খবর, আরএসএসের একাংশের এ ব্যাপারে তীব্র বিরোধিতা আছে। সেই দিক থেকে উদ্ধব ঠাকরের মন্তব্যের বাস্তব ভিত্তি আছে বলে রাজনৈতিক মহল মনে করছে। উদ্ধব নরেন্দ্র মোদির সম্ভাব্য নিষ্ক্রমণের পাশাপাশি বিজেপি এবং আরএসএস এর স্বাধীনতা সংগ্রামে ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেন। উদ্ধব আরো বলেন মোদিরা কার্যত দেশটিকে একটি অন্ধ ভক্ত এবং উন্মাদের দেশে পরিণত করছেন।


 
                 
                                         
                                         
                                         
                                        
More Stories
সোনাজয়ী স্বপ্না বর্মন এবার কোন রাজনৈতিক দলে?
SIR বা বিশেষ নিবিড় সংশোধন বঙ্গ সহ ১২ রাজ্যে জারি করল নির্বাচন কমিশন
এসআইআর(SIR) বা বিশেষ নিবিড় সমীক্ষা: তৃণমূল-বিজেপি তর্জা জারি