Home » পাঞ্জাবের বিষ মদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩

পাঞ্জাবের বিষ মদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩

সময় কলকাতা ডেস্ক: পাঞ্জাবের বিষ মদ ট্রাজেডিতে মৃতের সংখ্যা ২৩ গিয়ে দাঁড়ালো। পাঞ্জাবের মাজিথা জেলাতে এই ঘটনা ঘটেছে। তদন্তে জানা গেছে দেশি মদ বানাতে ইথানলের জায়গায় কম দামি মেন্থল ব্যবহার করতে গিয়ে এই বিপত্তি ঘটেছে। মেন্থলের সঙ্গে অ্যালকোহল মিশলে তা চূড়ান্ত বিষে পরিণত হয়। মর্মান্তিক এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পাঞ্জাব পুলিশ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। ৩ পুলিশ আধিকারিক এবং শুল্ক দপ্তরের দুজন অফিসারকে এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান জানিয়েছেন নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং প্রতিটি পরিবারের নাবালক বাচ্চাদের লেখাপড়া দায়িত্ব রাজ্য সরকার নিচ্ছে।

পুলিশ জানিয়েছে, সোমবার ও মঙ্গলবারের মধ্যরাতের মধ্যে পাতালপুরী, কর্নালা, মারারি কালান, ভাঙালি এবং থেরওয়াল গ্রামে এই মৃত্যুর খবর পাওয়া গেছে । আরও জানা গিয়েছে যারা মারা গিয়েছেন এই বিষ মদ খেয়ে তাঁরা প্রায় সকলেই দরিদ্র দিনমজুর। এখন যা অবস্থা তাতে এইসব পরিবারের অধিকাংশই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে এই বিষ মদ কাণ্ডে হারিয়েছেন।

About Post Author