Home » শ্রেয়সকে অধিনায়ক হিসেবে ভাবছে না মুম্বইও, ছেলের প্রতি বঞ্চনায় সরব বাবা

শ্রেয়সকে অধিনায়ক হিসেবে ভাবছে না মুম্বইও, ছেলের প্রতি বঞ্চনায় সরব বাবা

ছবি- সোশ্যাল মিডিয়া

ছবি- সোশ্যাল মিডিয়া

এশিয়া কাপের দল ঘোষণা হয় টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করেই। সেই দিকে লক্ষ্য রেখেই নির্বাচকরা এশিয়া কাপের দল বেছে নেয়।  এই দলে শ্রেয়স আইয়ারের সুযোগ না পাওয়া নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে। এবার বোমা ফাটালেন শ্রেয়সের বাবা।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে সন্তোষ আইয়ার বলেন, ”ভারতীয় দলে জায়গা না পেয়েও ওর মুখে কিন্তু অসন্তোষ ছিল না। শুধু বলেছিল, ”মেরা নসীব হ্যায়। এই আমার কপাল। ও সবসময়ে শান্ত থাকে। কাউকে দোষারোপ করে না। ভিতরে ভিতরে হয়তো অসন্তুষ্ট হয়েছে, হতাশ হয়েছে।”

একইসঙ্গে শ্রেয়সের বাবা আরও বলেছেন, ভারতের টি২০ দলে দলে শ্রেয়সকে ঢুকতে হলে আর কী করতে হবে সত্যিই জানি না। বছরের পর বছর ধরে আইপিএলে এত ভাল খেলছে। পাঞ্জাবেও ভালো খেলেছে তাও আবার অধিনায়ক হিসাবে। গত বছর কেকেআরকে আইপিএলও জিতিয়েছে। এ বার পঞ্জাবকে ফাইনালে তুলেছে। আমি বলছি না ওকে ভারতের অধিনায়ক করে দেওয়া হোক। অন্তত দলে তো নিতেই পারে।

 

মুম্বই দলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি নিলেন শ্রেয়স আইয়ার। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় রাহানে লেখেন, ‘মুম্বইকে নেতৃত্ব দেওয়া গর্বের। এখানে ট্রফি জেতাও আমার কাছে বড় সম্মানের। তবে নতুন মরশুম শুরুর আগে নতুন ক্যাপ্টেন খুঁজে নেওয়ার এটাই আদর্শ সময়। সেই কারণেই আর নেতৃত্বে থাকতে চাই না। খেলোয়াড় হিসাবে মুম্বইয়ের হয়ে সেরাটা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। আরও অনেক ট্রফি জেতাতে চাই মুম্বইকে।” যদিও  লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসাবে শ্রেয়সের নাম ভেবেও দেখেনি মুম্বই ক্রিকেট সংস্থা।

 

 

About Post Author