Home » অনুশীলনে চনমনে টিম ইন্ডিয়া, ভারতের একাদশ কেমন হতে পারে?

অনুশীলনে চনমনে টিম ইন্ডিয়া, ভারতের একাদশ কেমন হতে পারে?

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমীরশাহী। ভারতের সম্ভাব্য প্রথম একাদশ।

ভারত আয়োজক দেশ হলেও খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। তাদের বিরুদ্ধেই ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। তার আগে দুবাইতে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনে নেমে পড়েছে গিল-বুমরাহরা। সেই ছবি ভাইরালও হয়েছে।

বিসিসিআইয়ের ভিডিওয় শুভমান গিল বলছেন, “আমাদের দল খুবই ভালো। যেভাবে আমরা টি-টোয়েন্টি খেলছি, তা বিনোদনের চেয়ে কম কিছু নয়। দলে যোগ দিতে পেরে খুব উত্তেজিত।” অন্যদিকে, বুমরাহ বলেন, “অনেক দিন পর টি-টোয়েন্টি দলে যোগ দিয়ে সত্যিই ভালো লাগছে। তিন সপ্তাহের এই সময়টা সত্যিই ভালো ছিল। বাড়িতে কিছুটা সময় কাটাতে পেরেছি। তারণ্যই আমাদের দলের শক্তি।”

অনুশীলনের মাঝে দেখা যায়, অধিনায়ক সূর্য ও সহ-অধিনায়ক শুভমনের সঙ্গে আলোচনায় ব্যস্ত প্রধান কোচ গম্ভীর। তাঁরা হয়তো ঠিক করছিলেন, কোন ১১ জনকে খেলাবেন। তবে অনুশীলন থেকে একটা বিষয় স্পষ্ট। অভিষেক ও শুভমান ওপেন করবেন। ব্যাটিংয়ের পর আলাদা করে রিঙ্কুকে নিয়ে ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন ফিল্ডিং কোচ টি দিলীপ। যদি রিঙ্কু গম্ভীরের পরিকল্পনায় না থাকতেন তা হলে এত গুরুত্ব তাঁকে দেওয়া হত কি? দেখে মনে হচ্ছে, তিনিও খেলবেন।

ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা

শুভমান গিল

তিলক বার্মা

সূর্যকুমার যাদব

শিবম দুবে

হার্দিক পান্ডিয়া

জিতেশ শর্মা

অক্ষর প্যাটেল

বরুণ চক্রবর্তী

জসপ্রীত বুমরাহ

অর্শদীপ সিং

About Post Author