বিরাটের ফিটনেস পরীক্ষার রিপোর্ট ফাঁস করলেন সুনীল। রোনাল্ডোর সঙ্গে করলেন তুলনাও, কোহলির ফিটনেসে মোহিত সুনীল ছেত্রী। তবে ফিটনেস পরীক্ষায় কোহলি কত নম্বর পেয়েছেন তা প্রকাশ করেননি। ছেত্রী এবং কোহলির মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে।
ভারতীয় খেলোয়াড়রা প্রথমে বিসিসিআইয়ের সিওই-তে ইয়ো-ইয়ো পরীক্ষা করিয়েছিলেন। তারপর হাড়ের শক্তি পরীক্ষা করার জন্য একটি ডিএক্সএ স্ক্যানও করা হয়েছিল। বিরাট কোহলিও লন্ডনে ইয়ো-ইয়ো পরীক্ষা এবং ডিএক্সএ স্ক্যান করিয়েছিলেন। ২০২৩ সালের আগস্টে কোহলি যখন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ইয়ো-ইয়ো টেস্টের স্কোর শেয়ার করেছিলেন, তখন অনেক হৈচৈ পড়ে যায়।
সম্প্রতি শোনা গিয়েছিল, কোহলি লন্ডনেই তাঁর বাধ্যতামূলক প্রি-সিজন ফিটনেস টেস্ট দিয়েছেন বিসিসিআইকে, আর সেই খবর সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে। অন্যদিকে টেস্ট অধিনায়ক শুভমান গিল, একদিনের অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল-সহ জাতীয় দলের বাকি ক্রিকেটারদের বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে গিয়ে পরীক্ষা দিতে হয়।
সুনীল বলেন, ‘কয়েকদিন আগে নিজের একটা ফিটনেস টেস্টের স্কোর আমাকে পাঠায় বিরাট, যা খুবই আকর্ষণীয় ছিল। আসলে, এমন মানুষদের সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লাগে। খারাপ সময়ে যখন হাল ছেড়ে দেওয়ার কথা ভাবি আমরা, তখন এঁদের দেখে মনে হয়, আরও একবার চেষ্টা করা উচিত। সবাই বিরাট কোহলি বা ক্রিস্তিয়ানো রোনাল্দো হতে চায়, কিন্তু ওঁরা যেভাবে এতদিন ধরে নিজেদের জায়গাটা ধরে রেখেছেন সেটা অবিশ্বাস্য।’
বিসিসিআই খেলোয়াড়দের মৌখিকভাবে সতর্ক করে দিয়েছিল, ফিটনেস স্কোর প্রকাশ না করতে, কারণ তা চুক্তিভঙ্গের আওতায় পড়তে পারে। কিন্তু বিরাট কোহলির ফিটনেস টেস্টের রিপোর্ট ফাঁস করে দিলেন বন্ধু তথা ভারতীয় তারকা ফুটবলার সুনীল ছেত্রী।
বিরাটের ফিটনেস স্কোর দেখে ছেত্রী মুগ্ধ। তবে, ছেত্রী ফিটনেস পরীক্ষায় কোহলি কত নম্বর পেয়েছেন তা প্রকাশ করেননি।
কোহলি এবং রোনাল্ডোর মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন ছেত্রী। তিনি বলেন, “আমি রোনাল্ডোকে চিনি না। দূর থেকে ওকে দেখে শিখি। কিন্তু বিরাটকে চিনি। দু’জনের মধ্যে কমন হল, ওরা ইতিমধ্যে যা অর্জন করেছে, তাতে খুশি নয়। এটাই ওদের বাকি সকলের থেকে আলাদা করেছে। এটাই ওদের এতদিন ধরে সফল থাকার মন্ত্র। যা বজায় রাখা সহজ নয়।”
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের