Home » আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের

আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের

India players celebrates the wicket of Asif Khan of UAE during Match 2 of the DP World Asia Cup 2025 between India and UAE at Dubai International Stadium, Dubai, United Arab Emirates, on 10th September 2025. Photo by Vipin Pawar / Creimas for Asian Cricket Council

এশিয়া কাপের প্রথম ম্যাচেই বিরাট জয় ভারতের। সংযুক্ত আরব আমিরশাহিকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপের  অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। পাকিস্তান ম্যাচের আগে এই জয় স্বস্তি দেবে ভারতকে।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। টস জিতে বল করার সিদ্ধান্ত তিনি কেন নিয়েছেন সেই ব্যাখ্যা দিয়েছেন সূর্য। তিনি বলেন, “তাজা পিচ। একটু আর্দ্রতাও আছে। পরের দিকে শিশির পড়তে পারে। আমরা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি। তবে এই ম্যাচে বল করব।”

মরুদেশের পিচে তিন স্পিনার নিয়ে খেলতে নামে ভারত। ফলে একমাত্র  পেসার ছিলেন জসপ্রীত বুমরাহ। শিবম   এবং হার্দিক ছিলেন অল রাউন্ডার হিসাবে।

তবে শুরুটা ভালোই করেন আমিরশাহি। এক সময় ৮ ওভারে ৪৭ রানে ২ উইকেট ছিল আমিরশাহির। পরের ৫.১ ওভারে ১০ রানে ৮ উইকেট হারাল মরুদেশের দল। তার মধ্যে ৪ উইকেট নিলেন কুলদীপ। ৩ উইকেট নিলেন শিবম দুবে।

ভারতীয় বোলিংয়ের নায়ক কুলদীপ। ২.১ ওভারে সাত রানে ৪ উইকেট নিলেন।শিবম ২ ওভারে ৪ রান খরচ করে ৩ উইকেট নেন। বুমরাহ, অক্ষর, বরুণ একটি করে উইকেট নিলেন। ৫৭ রানে শেষ হল আমিরশাহির ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ৫৮ রান করতে মাত্র ২৭ বল নিল ভারত।ওপেন করতে নেমে মাত্র ১৬ বলে ৩০ রান করে অভিষেক। দু’টি বাউন্ডারি এবং তিনটে ছক্কা মেরে দলের জয়কে নিশ্চিত করেন। মাত্র ৯ বলে ২০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সহঅধিনায়ক শুভমান গিল। সাত রানে  অপরাজিত থাকেন সূর্য।।

 

About Post Author