দ্বিতীয়বার সিএবি সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বরই সিএবির মসনদে ফের বসতে চলেছেন মহারাজ। তবে চূড়ান্ত ঘোষণা হবে আগামী ২২শে সেপ্টেম্বর। ঐদিন বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে সিএবির বার্ষিক সাধারণ সভা হবে।
আগামী রবিবারই সিএবিতে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেবেন সৌরভ। ১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন তোলার শেষ দিন। ১৮ তারিখ হবে মনোনয়নগুলি স্কুটিনি। ১৪ই সেপ্টেম্বর যদি সৌরভ ছাড়া আর অন্য কেউ মনোনয়ন জমা না দেন তাহলে স্পষ্ট হয়ে যাবেন তিনি হতে চলেছেন সভাপতি।
দাদার ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস সচিব অথবা যুগ্ম সচিব হতে পারেন, যদি তিনি সচিব হন তাহলে যুগ্ম সচিব হতে পারেন কালীঘাট ক্লাবের কর্তা বাবলু কোলে। অথবা সঞ্জয় দাস যুগ্ম সচিব হলে সচিব হতে পারেন বাবলু কোলে। অনু দত্ত ও মদন ঘোষের নাম সহ সভাপতি পদের জন্য রয়েছে, কোষাধ্যক্ষ পদে আসতে পারেন বেলগাছিয়া ক্লাবের প্রতিনিধি সুব্রত সাহা
আপাতত লোধা কমিশনের নিয়ম মেনে ভোটাভুটি হচ্ছে সিএবিতে। ফলে আগামী দিনের দেশের ক্রীড়া আইন চালু হলে অনেক নিয়মের বদল হবে সেক্ষেত্রে কুলিং অফের বাধ্যবাধকতা থাকবে না। তা সিএবির কমিটিতে ফের বদল হতে পারে বলেই ধারণা ময়দানের একাংশের। আপাতত ভারতের সফল অধিনায়ক সিএবির দায়িত্বভার নিতে চলেছেন।
More Stories
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের
এশিয়া কাপে আজ আমিরশাহীর বিরুদ্ধে নামছে ভারত, জানুন সম্ভাব্য একাদশ
টি২০ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচ পাবে ইডেনে! কোথায় হবে ফাইনাল?