Home » প্রাক্তন সেনাকর্মীদের ধর্ণায় শুভেন্দু, হাইকোর্টে মামলা দায়ের

প্রাক্তন সেনাকর্মীদের ধর্ণায় শুভেন্দু, হাইকোর্টে মামলা দায়ের

গান্ধি মূর্তির পাদদেশে প্রাক্তন সেনা কর্মীদের অবস্থান কর্মসূচিতে বিজেপি নেতাদের উপস্থিতি নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আদালতের শর্ত ছিল, কোনও রাজনৈতিক দলের নেতা ধর্না মঞ্চে থাকতে পারবেন না। তবুও সেই সভায় হাজির হন শুভেন্দু অধিকারী, অর্জুন সিংরা। বিজেপি নেতাদের সেই উপস্থিতি নিয়েই এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

ঘটনার সূত্রপাত, তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনার কার্যত সমালোচনা করেছিলেন। তাঁর মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ ধর্ণায় বসেন। পুলিশি অনুমতি না পেয়ে তাঁরা হাইকোর্টে আবেদন করেন। আদালত শর্তসাপেক্ষে অনুমতি দেয়, তবে শর্ত ছিল, কোনও রাজনৈতিক দলের নেতা ধর্না মঞ্চে থাকতে পারবেন না। কিন্তু বৃহস্পতিবার দেখা যায়, প্রাক্তন সেনাকর্মীদের সেই ধর্ণায় উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, তাপস রায়, তমোঘ্ন ঘোষ, শঙ্কুদেব পণ্ডার মতো রাজ‌্য বিজেপির শীর্ষ নেতারা। গলায় গেরুয়া জড়িয়ে ইতিউতি ভিড়ে দেখা যায় বিজেপি কর্মীদেরও। সেখানে তিনি তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে।
এরপরই বিভিন্ন মহল প্রশ্ন তোলে— কোর্টের শর্তে যেখানে রাজনৈতিক নেতা উপস্থিত থাকতে পারতেন না, সেখানে শুভেন্দু কীভাবে ধর্ণায় উপস্থিত হলেন? স্বাভাবিক ভাবেই এ নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূলের অন্যতম রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আগেই বলা হয়েছিল ওই কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ‌্যপ্রণোদিত। পলিটিক‌্যালি স্পনসর্ড। ওঁরা মঞ্চে গিয়ে সেটাকেই সত্যি বলে প্রমাণ করে দিলেন।
যদিও আদালতের নির্দেশকে তোয়াক্কা না করে বৃহস্পতিবারই ধর্ণামঞ্চ থেকে শুভেন্দু স্পষ্ট জানিয়েছিলেন, কোনও দলের নেতা হয়ে নয়, তিনি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে গিয়েছেন। সুতরাং কোর্টের নির্দেশ অমান্য করার কোনও প্রশ্নই ওঠে না।
এসব নিয়ে যখন রাজনৈতিক তর্জা চলছেই, তখনই ঘটনার জল গড়াল হাইকোর্টে। স্বাভাবিকভাবেই এবার রাজনৈতিক মহলে উত্তেজনা, ধর্ণায় রাজনৈতিক নেতা থাকায় কি আদালতের শর্ত ভঙ্গ হয়েছে—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন দেখার সোমবার আদালত কী পর্যবেক্ষণ সামনে আনে, আপাতত সেদিকেই নজর সব মহলের।
সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা

About Post Author