শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নামল ভারতীয় মহিলা দল। এটাই বিশ্বকাপের আগে শেষ ম্যাচ ভারতের। ভারতীয়দল নীল নয় গোলাপি জার্সিতে খেলতে নামে। ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিয়ো প্রকাশ করেছে শনিবার।
ম্যাচের আগে, বিসিসিআই কর্তৃক প্রকাশিত একটি ভিডিও বার্তায় অধিনায়ক হরমনপ্রীত কৌর এর তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “আমরা প্রতিদিন অনিশ্চয়তার জন্য প্রশিক্ষণ নিই, এবং এই জার্সি আমাদের সর্বদা প্রস্তুত থাকার কথা মনে করিয়ে দেয়। আসুন আমরা স্তন স্ব-পরীক্ষাকে একটি মাসিক রুটিন করি এবং স্তন ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়াই।”
অলরাউন্ডার স্নেহ রানা অধিনায়কের সুরে গলা মিলিয়ে বলেছেন, “এই গোলাপী জার্সি কেবল রঙ পরিবর্তনের প্রতীক নয়। এটি জীবন রক্ষাকারী অভ্যাস তৈরির জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান। আসুন একসঙ্গে স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করি এবং জীবনকে আলিঙ্গন করি।”
বিসিসিআইয়ের সেই ভিডিওর পোস্টে লেখা হয়েছে, ‘অনেক ধন্যবাদ টিম ইন্ডিয়া। তৃতীয় ওয়ানডেতে স্তন ক্যানসার নিয়ে সচেতনতনা প্রচারের জন্য ভারতীয় মহিলা দল বিশেষ গোলাপি রঙের জার্সি পরবে।’
ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারদের, ম্যাচ জিততে হরমনপ্রীতদের ৫০ ওভারে প্রয়োজন ৪১৩ রান।
More Stories
দ্বিতীয় ম্যাচে পরিবর্তন হবে ভারতীয় দলে! কারা যেতে পারেন বাদ?
ডার্বির হারের পরই বিস্ফোরণ, অস্কারকে নিশানা করে পদ ছাড়লেন সন্দীপ
কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে হরমনপ্রীতরা? জানুন অঙ্ক