Home » এএফসি এশিয়ান কাপের ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গেড্র ভারতের

এএফসি এশিয়ান কাপের ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গেড্র ভারতের

এএফসি এশিয়ান কাপের ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারতীয় ফুটবল দল ।

কাফা নেশনস কাপে ওমানের বিরুদ্ধে ব্রোঞ্জ জয়ের ম্যাচে খেলা দলের প্রথম একাদশের থেকে ৫টি বদল আনেন কোচ খালিদ।

প্রথমার্ধের মাঝামাঝি সময় সেরকম এক ভাসানো বল থেকেই গোলের সুযোগ চলে এসেছিল ম্যাকার্টন লুইস নিক্সনের পাশাপাশি ফারুক চৌধুরীদের কাছে। প্রথমার্ধের শেষ দিকে সতীর্থ ফুটবলারের মাঝ মাঠ থেকে ভাসানো বল রিসিভ করে আচমকা ভারতের রক্ষণে ঢুকে পড়েন ইখসান ফান্দি। ভারতীয় ডিফেন্ডাররা তাঁকে রুখতে পারেনি। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে এগিয়ে থাকল সিঙ্গাপুর।

অবশেষে সিঙ্গাপুর রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ৯০ মিনিটে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে ভারতের মান বাঁচান রহিম আলি।

 

এই ম্যাচের পর এশিয়ান কাপের যোগ্যতা অর্জনপর্বের সি গ্রুপে ৩ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল সিঙ্গাপুর।

তবে ভারতের অঙ্ক কিন্তু খুব জটিল হল। গ্রুপ সি-তে ভারত এখন আছে তি নম্বরে। ৩ ম্যাচে ভারতের পয়েন্ট ২। মূল পর্বে যেতে হলে বাকি ম্যাচগুলো জিততে হবে ভারতকে।

About Post Author