Home » চিরবিদায়, শেন ওয়ার্ন!

চিরবিদায়, শেন ওয়ার্ন!

সময় কলকাতা ডেস্ক : মাইক গ্যাটিং বোঝেন নি বল এতটা ঘুরে তাঁর স্ট্যাম্প শুইয়ে দেবে। শেন ওয়ার্ন বুঝতে দেন নি সেই অসামান্য ডেলিভারিটিকে । এবারও যাদুকর কাউকে বোঝার অবকাশ দিলেন না। সেবার মানুষ মুগ্ধ হয়েছিল। এবার মানুষ কাঁদছে।

আচমকাই চলে গেলেন স্পিনের যাদুকর। অবিশ্বাস্য হলেও মর্মান্তিকভাবে সত্যি যে শেন ওয়ার্ন আর নেই।ক্রিকেট দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা তারকা শেন ওয়ার্ন চিরতরে ঘুমিয়ে পড়লেন।’হৃদরোগ’ জনিত কারণে বহু রূপকথার নায়ক অস্ট্রেলিয়ান স্পিনার ওয়ার্নি মাত্র ৫২ বছর বয়সে স্বদেশ থেকে দূরে,থাইল্যান্ডের মাটিতে প্রয়াত হলেন। শেষ হল এক বর্ণময় অধ্যায়।

 

বল হাতে বহু ভেলকি দেখিয়েছেন ওয়ার্ন। ঝুলিতে ৭০৮ টেস্ট উইকেট,২৯৩টি সীমিত ওভারের ক্রিকেটে উইকেট । ৯৯ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। কুড়ি ওভারের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ভেলকি দেখানোর সুযোগ না পেলেও আই পি এলে এসে রাজস্থানকে জিতিয়েছেন। পেয়েছেন পঞ্চাশটির বেশি উইকেট। বুঝিয়েছেন তাঁর ক্ষুরধার ক্রিকেট মস্তিস্ক।

তাঁর ক্রিকেট রেকর্ড যেমন অসাধারণ তেমন ছিল তাঁর বোলিং বৈচিত্র আর জাদুকরী মুগ্ধতা। তিরিশ বছর আগে বাইশ বছরের তরুণ শেন যখন প্রথম টেস্টে পা রাখেন তখন তাঁর বিরুদ্ধে শচীন-শাস্ত্রী হয়ে উঠেছিলেন নির্দয়। পরবর্তীতে সেই তরুণ ত্রাস হয়ে ওঠেন ব্যাটসম্যানদের। বেদি-চন্দ্রশেখর যুগের অবসানের পরে মুরলীথরণকে বাদ দিলে আর এমন মায়াজাল কোনও স্পিনার দেখান নি।ক্রিকেট বল যে অত টার্ন নিতে পারে সেকথা উপমহাদেশের বাইরে কেউ তো আগে বোঝায় নি। সেই বাজীগর এখন ঘুমঘোরে।

চব্বিশ ঘন্টাও কাটে নি আরেক অজি ক্রিকেট কিংবদন্তী রডনি মার্শের মৃত্যুর। মাত্র কয়েক ঘন্টা আগেই রডনি মার্শের প্রয়াণে স্বয়ং শেন ওয়ার্ন টুইট করে তাঁর শোকের কথা জানিয়েছিলেন। এখন ক্রীড়াজগত  শেনের বিদায়ে ডুবেছে শোকে। নির্মম সত্য বিশ্বাস করে উঠতে সময় লাগছে  ক্রীড়ামহলের। কেউ যেন মানতে পারছেন না অফুরান প্রাণশক্তির শেন চিরবিদায় নিয়েছেন। মুগ্ধতা লেগে আছে চোখে, শেন ওয়ার্ন নেই।।

About Post Author