অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচেই হার ভারতের। বৃষ্টির জন্য ম্যাচ হল ২৬ ওভারের। ৫০০তম আন্তজার্তিক ম্যাচে কিন্তু ১৪ বলে ৮ রান করেই হ্যাজেলউডের বলে আট হলেন রোহিত। অন্যদিকে ৮ বলে খেলে রানের খাতা খোলার আগে স্টার্কের বলে ফিরলেন কোহলি।মাত্র ১০ রান করে নাথান এলিসের বলে আউট গিল।টপ অর্ডার ব্যর্থ হওয়ার পরে ইনিংস গড়ার চেষ্টা করেন শ্রেয়স আইয়ার। কিন্তু বৃষ্টি থামার পর মাঠে নেমে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান তিনি।
তারপর অক্ষর এবং রাহুলের দাপটে খানিকটা রান যোগ হয় ভারতের স্কোরবোর্ডে। যথাক্রমে ৩১ এবং ৩৮ রান করেন তাঁরা। ২১ তম ওভারে শর্টকে পরপর দুই বলে ছক্কা মেরে ম্যাচের মোমেন্টাম ভারতের পক্ষে আনার চেষ্টা করেন রাহুল। শ্রেয়স ও অক্ষর ৩১ এবং ৩৮ রান করেন । একদিনের অভিষেকে ১৯ রান করলেন রেড্ডি। ভারতের রান দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ১৩৬।
১৩১ রানের লক্ষ্য খুব একটা বেশি ছিল না। অস্ট্রেলিয়া জানত, বেশি ঝুঁকি নেওয়ার দরকার নেই। দুই ওপেনার ট্রেভিস হেড ও অধিনায়ক মার্শের উপর দায়িত্ব ছিল। হেড শুরুটা ভাল করেন। প্রথম ওভারেই দু’টি চার মারেন। কিন্তু পরের ওভারের অর্শদীপ সিংহের বলে বড় শট মারতে গিয়ে আউট হন তিনি। তিন নম্বরে নেমে ম্যাথু শর্টও বেশি রান পাননি। তাঁকে আউট করেন অক্ষর। তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অজিরা।
ম্যাচ শেষে গিল বলেছেন, ‘‘কাজটা সহজ ছিল না। তা-ও আমরা একটা সময় পর্যন্ত লড়াই করেছি। ম্যাচটা যতটা সম্ভব দীর্ঘ করতে পেরেছি। এই বিষয়টা অবশ্য সন্তোষজনক। পাওয়ার প্লেতে তিন উইকেট হারালে পরিস্থিতি কঠিন হয়ে যায়। তখন ধরে খেলা ছাড়া উপায় থাকে না। আমাদেরও সেটাই করতে হয়েছে। পর্যাপ্ত রান তুলতে পারিনি আমরা। তবে এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখলাম। কিছু ইতিবাচক দিকও রয়েছে।
More Stories
দ্বিতীয় ম্যাচে পরিবর্তন হবে ভারতীয় দলে! কারা যেতে পারেন বাদ?
ডার্বির হারের পরই বিস্ফোরণ, অস্কারকে নিশানা করে পদ ছাড়লেন সন্দীপ
কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে হরমনপ্রীতরা? জানুন অঙ্ক