Home » কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে হরমনপ্রীতরা? জানুন অঙ্ক

কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে হরমনপ্রীতরা? জানুন অঙ্ক

মহিলাদের একদিনের বিশ্বকাপে হারের হ্যাটট্রিক ভারতের। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর রবিবার ইংল্যান্ডের কাছে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় মহিলা দলকে। শেষ চারে উঠার জন্য ভারতীয় দলের অঙ্ক কেমন?

ভারতের সামনে বেশ কয়েকটি পথ রয়েছে সেমিফাইনালে উঠার। প্রথমত ভারতের এখনও দুটি ম্যাচ রয়েছে। ভারত যদি নিউজিল্যান্ড ও বাংলাদেশ, এই দুই দলকে হারায়, তাহলে সরাসরি সেমিফাইনালে যাবে।

যদি ভারত নিউজিল্যান্ডের কাছে হারে, তাহলে আশা থাকবে একমাত্র তখনই, যদি নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়। সেক্ষেত্রে ভারতকে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে।

ভারতের সামনে আরও একটি পথ রয়েছে, যদি ভারত নিউজিল্যান্ডকে হারায়, কিন্তু বাংলাদেশর কাছে হেরে যায় অন্যদিকে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দেয়। তাহলে নেট রান রেটও গুরুত্বপূর্ণ হবে।
নিউজিল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না গেলে এবং সেই ম্যাচে কিউয়িরা জিতলে তারা ইতিমধ্যেই সেমিফাইনালের লড়াই এগিয়ে থাকত। নিউজিল্যান্ডকেও ভারতের মতোই বাকি দু’টি ম্যাচ জিততে হবে।

About Post Author