সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর : বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR কার্যকর করতে বদ্ধ পরিকর বিজেপি। নভেম্বর মাসেই পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষার বা SIR এর কাজ শুরু হওয়ার কথা। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিজেপি তৃণমূল তরজা এখনও জারি। বিজেপি যাকে ‘সাফাই’ বলছে তাকেই কংগ্রেস বলছে, ‘জবাই হচ্ছে গণতন্ত্র’। অন্যদিকে,বাংলার শাসকদল তৃণমূলের বক্তব্য, ‘ভয়ঙ্কর ষড়যন্ত্র’। বিহারের পরে,বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) এবার বঙ্গের রাজনীতিতেও প্রধান আলোচ্য বিষয়।
এসআইআর নিয়ে রয়েছে বেশ কিছু জটিলতা এবং জটিল রাজনৈতিক দৃষ্টিকোণ । এই জটিলতায় আলাদা মাত্রা যোগ করেছে বিশেষ নিবিড় সমীক্ষায় মতুয়াদের ভবিষ্যত সংক্রান্ত বিষয়টি। মমতাবালা ঠাকুর ও শান্তনু ঠাকুর যথারীতি ভিন্ন ভিন্ন মেরুতে। শান্তনু ঠাকুরের বক্তব্য অবশ্য নস্যাৎ করে দিচ্ছে তৃণমূল। তৃণমূল তাদের অবস্থানে ও বক্তব্যে অনড়। রবিবার কাকলি ঘোষ দস্তিদার বারাসাতে দলের অবস্থান আরো একবার সুস্পষ্ট করলেন।কী বলেছেন তিনি?
আরও পড়ুনযোগীরাজ্যে একের পর এক খুন হচ্ছেন সাংবাদিক, এবার খুন প্রয়াগরাজে
রবিবার কাকলি ঘোষ দস্তিদার এমপি শিক্ষা মিশনের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবার জানালেন, SIR বা বিশেষ নিবিড় সমীক্ষায় মানুষ হিমশিম খাবে। ভোটার চয়ন করতে গিয়ে বৈধ ভোটার বাছতে ন্যায্য ভোটারদের সমস্যা হবে। যাদের একবার ভোটাধিকার হয়েছে, তাদের ক্ষেত্রে কেন আবার আবার হয়রানি? এই প্রসঙ্গে,মতুয়া সম্প্রদায়ের মানুষরা যে SIR হলে সমস্যায় পড়বেন মেনে নিয়ে কাকলি ঘোষ দস্তিদার বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ও বক্তব্যের বিরোধিতা করেন। উল্লেখ্য, তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর SIR কে মতুয়া সম্প্রদায়ের ওপরে আঘাত বলে জানিয়েছিলেন। তিনি এও জানিয়েছিলেন, এস এই আর হলে মতুয়াদের বিপদ। লক্ষ লক্ষ মতুয়া ভোটারকে ভোটাধিকার থেকে বিরত থাকতে হবে। এর পাল্টা মতুয়া সংঘাধিপতি এবং বিজেপি নেতা শান্তনু ঠাকুর জানিয়েছিলেন, SIR হলে মতুয়াদের সে অর্থে ক্ষতি হবে না। যাদের নাম বাদ পড়বে সিএএ-র মাধ্যমে তাদের অধিকার সুনিশ্চিত করা হবে। পাড়ায় পাড়ায় সিএএ নিয়ে ক্যাম্প করে বিজেপি তাদের ভোটব্যাঙ্ক অক্ষত রাখতে চায়। বিষয়টি তৃণমূলের নজরে রয়েছে। এনিয়ে কাকলি ঘোষ দস্তিদার জানান, তৃণমূল সিএএ- এর ও বিরোধী। অন্যায়ন ভাবে ন্যায্য ভোটারের নাম বাদ পড়ুক এমনটা চান না তারা, জানান কাকলি ঘোষ দস্তিদার। সবমিলিয়ে তর্জা এখনও জারি।।


More Stories
কথায় আছে, নাম দিয়ে যায় চেনা ! দিদি ‘মমতা’ ভাই ‘নরেন্দ্র মোদি’
পানিহাটির পর কোচবিহার,SIR আতঙ্কে রাজ্যে আরও একজনের আত্মহত্যার চেষ্টার অভিযোগ
পানিহাটি থেকে স্লোগান তুললেন অভিষেক, ‘জাস্টিস ফর প্রদীপ কর’