Home » ইস্টবেঙ্গল সুপার কাপের ফাইনালে

ইস্টবেঙ্গল সুপার কাপের ফাইনালে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বর : দুবছর বাদে আবার ইস্টবেঙ্গল সুপার কাপের ফাইনালে। পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠল লাল হলুদ। খেলার ফল খেলার সঙ্গে সঙ্গতিসূচক, সব বিভাগে প্রাধান্য দেখিয়ে জিতল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়েছিল ২-১ গোলে। ম্যাচের প্রথমে  রশিদ দূরপাল্লার শটে গোল করে এগিয়েদেন লাল হলুদকে।  বক্সে বিপিন সিংয়ের হাতে বল লাগলে  পেনাল্টি থেকে পাঞ্জাব গোল শোধ করে দেয় যদিও সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারে নি তারা। কেভিন সিবেলে গোল করে আবার এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মিগুয়েল একক দক্ষতায় একাধিক ডিফেন্ডারকে ড্রিবল করে  বল সাজিয়ে দিলে সল ক্রেস্পো তৃতীয় গোল করে ইস্টবেঙ্গলের ফাইনালের পথ নিশ্চিত করে দেন। খেলার বিক্ষিপ্ত লগ্নে পাঞ্জাব একাধিক গোলমুখী আক্রমণ করলেও তা প্রতিহত করে দেন প্রভসুখন গিল। ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোয়া এবং মুম্বাই এফসির প্রতিদ্বন্দ্বিতায়  বিজয়ী দল।।

About Post Author