Home » প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেন

প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেন

সময় কলকাতা ডেস্ক, ১৪ জানুয়ারি : ছিন্ন পাতার সাজাই তরণী, অল্প লইয়া থাকি – প্ৰখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেন প্রয়াত । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।:প্রবীণ এই রবীন্দ্র সংগীত শিল্পী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৭ সালে তাঁকে ভারত সরকার সংগীত নাটক অকাদেমি পুরস্কার দেয়। পরে তিনি ‘টেগোর ফেলো’ সম্মানে ভূষিত হন। পাশাপাশি, তিনি ভিন্নধরণের গানেও প্রাণ ঢেলে দিয়েছেন। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব -সহ রজনীকান্ত সেনের বেশ কিছু গানকে তিনি অন্যমাত্রা দিয়েছেন।।

আরও পড়ুনএলিয়েন তত্ত্বের আদি প্রবক্তা দানিকেন প্রয়াত

#প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেন #প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেন #অর্ঘ্যসেন

About Post Author