সময় কলকাতা ডেস্ক, ১৪ জানুয়ারি : একদিনের সিরিজে সমতায় ফিরল নিউজিল্যান্ড। বিরাট কোহলি -রোহিত শর্মা – জাদেজা -গিল -কুলদীপ সহকারে গড়া শক্তিশালী ভারতীয় দলকে সাত উইকেটে হারালো তারা। রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের ৭ উইকেটে ২৮৪ রান বড় বাধা হয়ে ওঠে নি কিউইদের কাছে। কে এল রাহুল ৯২ বলে অপরাজিত ১১২ রানের একটি দুর্দান্ত ইনিংস না খেললে ভারতের অবস্থা আরও খারাপ হতেই পারত। ইয়ং -মিচেল অনায়াসে লক্ষ্যের কাছে পৌঁছে দিলেন দলকে, শেষ দিকে ফিলিপস ব্যাট হাতে ঝড় তুললেন। ১৩১ রানে অপরাজিত থেকে ম্যাচের নায়ক মিচেল।।
টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ড হারালো ৭ উইকেটে
Oplus_131072


More Stories
আবার বিরাট পরাক্রম, চার উইকেটে জিতল ভারত
অবসরে যাওয়ার দিনে অজি ক্রিকেটকে তোপ উসমান খোয়াজা-র
অনূর্ধ্ব ১৯ একদিনের ম্যাচে বৈভবের ঝড়, দক্ষিণ আফ্রিকা চুরমার, সিরিজ ভারতের